মা তুমি কেমন আছ?-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » মা তুমি কেমন আছ?-গুলশান আরা রুবী
রবিবার, ১২ মে ২০১৯



কবি গুলশান আরা রুবীআজ কেন মা এত চোখের জল
যা বুঝানোর ভাষা নাই ,
এ শূন্য হৃদয় কেঁদে কেঁদে কয়
কেমন আছ তুমি মাগো ।
এত দুরে থেকে ও মাগো
মন খানি পড়ে আছে তোমার কাছে ,
মাগো সে ছোট্ট বেলায় চলে এসেছিলাম তোমাকে ছেড়ে এখন আবার নতুন করে
জেগে উঠলো হৃদয়  মাঝে ।
সেই কষ্টে দিন গুলির কঁথা
কত যে সয়েছি ব্যথা ,
রাতে আঁধারে খুঁজেছি তোমারে
খুঁজে পাইনি তখন দুই চোখের জলে
কষ্টে নোনা জলে ভিজিয়েছি সিদান।
দশটি বৎসর এভাবে কেঁটেছিল
পাইনি তোমার দেখা ।
যখন মাগো দেখতে পাড়ি বলতে পাড়ি বুঝতে পাড়ি ,
প্রতিদিন তোমার খবর নিতে জানি
আগে তা ছিল না মাগো দোয়া করি
আবার যেন দেখতে পাড়ি এসে তোমায়।
হাজার বছর বেঁচে থেকো মাগো আমাদের মাঝে
বাবা নেই অনন্ত নিশ্বাস ফেলতে পাড়ি এসে ,
মাগো ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে
যাই যেন সুখের ঘুমে ।
বাবা নেই আমাদের মাঝে
বাবা আদর টুকু পাই তোমার কাছে
এই যে শান্তি মা গো কে দিতে পারবে ।

বাংলাদেশ সময়: ২২:২৩:২৮   ৭৫৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ