আবুসিনা ছাত্রাবাস ভাঙলে, ভাঙবে আমার সিনা! -অসীম সরকার

Home Page » মুক্তমত » আবুসিনা ছাত্রাবাস ভাঙলে, ভাঙবে আমার সিনা! -অসীম সরকার
শনিবার, ১১ মে ২০১৯



আবুসিনা ছাত্রাবাসসিলেটে ঐতিহ্যবাহী কিছু স্থাপনার নাম এলে ‘আবুসিনা ছাত্রাবাস’ এর বাহিরে থাকার কথা নয়৷ যার সাথে ২য় বিশ্বযুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ জড়িত৷ আর এই স্থাপনাটি ভেঙে ফেলা সমীচীন হয় কি করে৷  সিলেটে ২৫০ শয্যার মেডিকেল করার নামে ঐতিহ্যবাহী দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনাকে ভেঙে ফেলতে পারে না সরকার৷ বঙ্গবন্ধু থাকলেও এটি করতেন না ৷ তাছাড়াও  ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন অনুযায়ী শতবর্ষী ভবন ভাঙা বেআইনি৷ আমি স্থাপত্যকলায় না পড়লেও সংস্কৃতি ঐতিহ্য রক্ষার কথা বলতেই পারি৷  যেহেতু ব্যাঙ,টাকি মাছ কেটে মেরে ফেলতাম বাঁচাতে পারতাম না ৷ তাই ফেলতো আমাকে করতেই হবে৷ আমার ডাক্তার হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল৷ তাই বলে দুঃখ করি না কারণ  আমার বন্ধুরা তো ডাক্তার হয়েছে৷
কোন ডাক্তার হয়তো চাইবেন না আবুসিনা ছাত্রাবাস  ভেঙে ফেলা হউক৷ অনেকে  হয়তো বলবেন হাসপাতালটি আমাদের হাতছাড়া  হয়ে যাবে৷ টাকাগুলো কি ফেরত যাবে৷ না৷ গণপূর্ত বিভাগ কি বুঝেন না এমন একটা স্থাপনার কথা৷ নিশ্চয়ই বুঝেন৷ এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানোর পর সাবেক শিক্ষামন্ত্রী এসে কেঁদেছিলেন কেন জানেন! এখানে ঐতিহ্য জড়িত৷ তা নাহলে পূর্বের আদলেই কেন নির্মাণ করতে হল ছাত্রাবাস৷ সাবেক মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত   মহোদয় নিশ্চয়ই এমনটি চাননি৷ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা যে, আবুসিনা ছাত্রাবাসটি না ভেঙে অন্য কোথাও বাস্তবায়ন করুন জনকল্যাণমুখী ২৫০ শয্যার হাসপাতাল, রক্ষা করুন  দেড়শত বছরের পুড়ানো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবুসিনা ছাত্রাবাস ৷
লক্ষ্য করুন এতবছর ধরে ক্বীন ব্রিজ দাড়িয়ে আছে সুরমা নদীতে ফিলারের কাছে কোন পলি জমেনি কিন্ত সেদিনের কাজিরবাজার সেতু নদীতে প্রতিবন্ধকতা তৈরি করছে৷ যদিও উনিশ বছরে কোন দিন আমি সিলেটের কোন হাসপাতালে সেবা নেইনি তবুও আমিও হাসপাতাল চাই৷  হাসপাতাল হোক তবে চৌহাট্টাই করতে হবে কেন? হাওরপারেও তো এমন কত হাসপাতালের আবশ্যকতা রয়েছে৷  নির্জন স্থানে যেখানে যানযট কম সেখানে বা  সুরমার দক্ষিণপারেও করতে পারেন হাসপাতাল৷ এই স্থাপনাটি স্থাপত্যকলা বিভাগের শিক্ষার্থীদের গবেষণার কাজে দিবে৷ আবুসিনা রক্ষা করে এখানে মিউজিয়াম করতে পারেন৷ এখান থেকে ধরে নিয়ে যুদ্ধের সময় যাঁদেরকে হত্যা করেছিল তাঁদের সম্পর্কে জানুক নতুন প্রজন্ম৷ সেই সাথে শহিদ শামসুদ্দিন ও ওসমানী মেডিকেলের দিকে নজর রাখা হউক৷ খালি বেড থাকাসত্বেও কেন কত রোগী বারান্দায় শুয়ে থাকে?
কথা দিলাম, আমার মরণোত্তর দেহটি কোন হাসপাতালে দিলে এই হাসপাতালেই দেব৷ আবুসিনা  ছাত্রাবাস ভাঙলে ভাঙবে আমার সিনা৷

লেখক//অসীম সরকার
সম্পাদক
শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক গাঙুড়,asimsarker2015@gmail.com

বাংলাদেশ সময়: ১২:৪৫:২৮   ১৩২৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ