তবে অতীতে সংসদে না যাওয়ার কথা সঠিক ছিল না : মির্জা ফখরুল

Home Page » প্রথমপাতা » তবে অতীতে সংসদে না যাওয়ার কথা সঠিক ছিল না : মির্জা ফখরুল
রবিবার, ৫ মে ২০১৯



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে সঠিক ছিল না।’

আজ রবিবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।

গেল বছরের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনের মধ্যে মাত্র ৬টি আসনে জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

‘প্রহসনের নির্বাচন’ অভিহিত করে বিএনপি সিদ্ধান্ত নেয়, তারা জাতীয় সংসদে যাবে না। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে বিজয়ী ৬ জনের কেউই শপথ নেবেন না।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় সিদ্ধান্তে বাইরে গিয়ে গত ২৫ এপ্রিল দুপুর ১২টার দিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান।

এরপর দলীয় সিদ্ধান্তে গত ২৯ এপ্রিল বিকেলে সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়।

পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, শুধু সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান)। কারণ, দুই দিকেই লড়াইটা করতে হবে। ভেতরে থেকেও কথা বলতে হবে, বাইরে থেকেও কথা বলতে হবে। এমনটাই বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে সঠিক ছিল না। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। লড়াইটা করতে হবে। আপনাকে সব জায়গায় থেকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। এ জন্য পথ তৈরি করে দিতে হবে।’

বিএনপি মহাসচিব এসময় অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু তার উল্টোটা বিশ্বাস করে। আওয়ামী লীগ দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারগুলো হরণ করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল আরও অভিযোগ করে বলেন, আজ বিচারব্যবস্থা, আইন ও নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়েছে। এখানে গণতন্ত্র কাজ করতে পারে না।

বিএনপির এই নেতা দাবি করেন, ‘পিন্টু এমনি মারা যাননি। তাকে হত্যা করা হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে।’

নাসিরউদ্দিন পিন্টুর স্মৃতিচারণ সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুর ইসলামের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:২৭   ৪৫৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ