বঙ্গ-নিউজঃ আজ শনিবার, ৪ মে ২০১৯, ২১ বৈশাখ ১৪২৬, ২৭ শাবান ১৪৪০ হিজরি। আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি। ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমূদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিস্কার করেন। ১৬২৬ - ডাচ অভিযাত্রী পিটার মিনিট (Peter Minuit) ম্যানহাটন দ্বিপে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন, যেখানে আজকের নিউ ইয়র্ক শহর অবস্থিত। ১৮০০ - কলকাতায় পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০৭ - ফ্রান্স ও ইরানের মধ্যে ফিংকেষ্টাইন চুক্তি স্বাক্ষরিত হয়। ১৮৮৬ - শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং ৮ জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়। ১৯০৪ - মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে। ১৯১৯ - চীনে ‘৪ঠা মে’ আন্দোলন নামে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী বিখ্যাত গণআন্দোলনের সূচনা হয়। ১৯৪৫ - জার্মানীর ন্যাশনাল সোশালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। ১৯৫৮ - লেবাননের তৎকালীন প্রেসিডেন্ট ক্যামিলি শ্যামৌনের শাসনের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক গণবিক্ষোভ ও গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৭৯ - মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮২ - ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। ১৯৯৪ - গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরাইল এবং পিএলও’র মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্মঃ ১০০৮ - প্রথম হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৬৫৪ - কাংক্সি, তিনি ছিলেন চীনের সম্রাট। ১৭৩৩ - জাঁ শার্ল বোর্দা, তিনি ছিলেন ফরাসী জ্যোর্তিবিদ। ১৮২৫ - টমাস হেনরি হাক্সলি, তিনি ছিলেন ইংরেজ জীববিজ্ঞানী। ১৮৪৯ - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন একজন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী। ১৯১৮ - কাকুয়েই তানাকা, তিনি ছিলেন জাপানি সৈনিক, রাজনীতিক ও ৬৪ তম প্রধানমন্ত্রী। ১৯২৮ - মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক, তিনি মিশরের এয়ার মার্শাল ও রাজনীতিবিদ ও মিসর ৪র্থ তম প্রেসিডেন্ট। ১৯২৯ - অড্রে হেপবার্ন, তিনি ছিলেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী। ১৯৪৩ - গিওরগি আস্পারুহোভ, তিনি ছিলেন বুলগেরিয় ফুটবলার। ১৯৫১ - জ্যাকি জ্যাকসন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী। ১৯৬০ - ভের্নার ওয়েরনের ফায়মান, তিনি অস্ট্রীয় রাজনীতিবিদ ও ২৮ তম চ্যান্সেলর। ১৯৬৪ - মনিকা বারডেম, তিনি স্প্যানিশ অভিনেত্রী। ১৯৭২ - ট্রেন্ট মিল্টন, তিনি অস্ট্রেলীয় প্যারালিম্পিক স্নোবোর্ডার। ১৯৮৩ - ড্যানিয়েল ক্রিস্টিয়ান, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৮৪ - মানজারুল ইসলাম রানা, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটার। ১৯৮৭ - সেস্ ফাব্রিগাস, তিনি স্প্যানিশ ফুটবলার। ১৬৭৭ - আইজাক ব্যারো, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও ধর্মতত্ত্ববিদ। ১৭৯৯ - ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে টিপু সুলতান নিহত হন, তিনি ছিলেন ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা।
মৃত্যুঃ ১৯৩৮ - কার্ল ভন অসিটযকয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাংবাদিক ও সমাজ কর্মী। ১৯৫৬ - পূর্ণচন্দ্র দাস, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী। ১৯৬৬ - অতুলকৃষ্ণ ঘোষ, তিনি ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। ১৯৬৭ - বিপ্লবী ইন্দুমতী সিংহ, তিনি ছিলেন মাস্টার দা সূর্যসেনের সহযোদ্ধা। ১৯৭২ - এডয়ার্ড কেলভিন কেন্ডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৮০ - জোসিপ ব্রজ টিটো, তিনি ছিলেন যুগোস্লাভিয়ার ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট। ১৯৮৩ - আবুল ফজল, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। ১৯৯২ - অর্থনীতিবিদ আখলাকুর রহমান । ২০১২ - রাশিদি ইয়েকিনি, তিনি ছিলেন নাইজেরিয়ান ফুটবলার। ২০১৩ - ক্রিস্টিয়ান ডি ডুভে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান বায়োকেমিস্ট।
বাংলাদেশ সময়: ১৩:৪০:৪৯ ৪৬৫ বার পঠিত