সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে:জনসংযোগ কর্মকর্তা আবু নাসের

Home Page » প্রথমপাতা » সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে:জনসংযোগ কর্মকর্তা আবু নাসের
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এখন ফুরফরা মেজাজে রয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তার হাঁটার ছবি দেখতে পাওয়া গেছে। যেখানে সেতুমন্ত্রীকে প্রাণচাঞ্চল্য দেখা যায়। ভিডিওটিতে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছেন দেখে অনেকে স্বস্তি ফিরে পেয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। তবে এখনও নির্ধারণ হয়নি, কবে দেশে ফিরছেন আওয়ামী লীগের নিবেদিত এই নেতা। তার ফেরার আকাঙ্ক্ষায় রয়েছেন কাদেরের শুভাকাঙ্খীরা। আশার কথা হল, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি এখন দৃশ্যমান হয়েছে।

গত রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেশে ফেরা নিয়ে এখনও আলোচনা হয়নি। চিকিৎসকদের সঙ্গেও কথা হয়নি। তিনি ফলোআপ চিকিৎসায় আছেন। মন্ত্রী স্বাভাবিক হয়ে উঠছেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে পরদিন (৪ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরবর্তীতে হাসপাতাল ছাড়লেও তিনি ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরেই রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩১   ৫২৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ