বিএনপি প্রসঙ্গে কিছু বলার নেই, বাকিরাও শপথ নেবেন: নাসিম

Home Page » জাতীয় » বিএনপি প্রসঙ্গে কিছু বলার নেই, বাকিরাও শপথ নেবেন: নাসিম
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯



ছবি সংগৃহীত-মোঃ নাসিম

বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি প্রসঙ্গে কিছু বলার নেই, দলটি ইতিমধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। নেতাদের কথা ওরা শোনে না। কারণ ব্যর্থ নেতৃত্বের কথা কে শোনে? বিএনপি চরমভাবে ব্যর্থ একটি রাজনৈতিক নেতৃত্ব। আমরা চাই না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাক। এখনও সময় আছে সংসদে এসে কথা বলুন। তাহলেও অস্তিত্ব কিছুটা থাকবে। আমি আশাবাদী বিএনপির বন্ধুরা সংসদে যোগ দিবেন।

রোববার (২৮ এপ্রিল) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১৪ দলের সভাশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মঙ্গলবার ঢাকায় এবং পরে বিভাগীয় ও জেলা শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়া শুরু করেছেন, বাকিরাও নেবেন।

নাসিম বলেন, যখন শুরু হয়েছে, আমি মনে করি বাকি সবাই যোগদান করবে। মির্জা ফখরুল সম্বন্ধে বলতে পারব না। অপেক্ষা করেন না! রাজনীতিতে কত কী ঘটছে! ১৪ দলের এই বৈঠকে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা জঙ্গিবাদের বিরুদ্ধে যার যার ধর্মের অবস্থান তুলে ধরেন।

এদিকে রাজনীতিবিদ হিসেবে নৈতিকতা থেকেই মির্জা ফখরুলসহ বিএনপির নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বাংলাদেশ সময়: ৮:৪৯:৫৮   ৫৪৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ