আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৫ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৮):জালাল উদদীন মাহমুদ

Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৫ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৮):জালাল উদদীন মাহমুদ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯



জালাল উদদীন মাহমুদ

বিম্বিসার অন্দরমহলে প্রবেশ করলেন। সামনে তাকিয়ে দেখলেন একটি মেয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। তার চোখ ঝলসে গেল । যে মেয়েটি তাঁকে অভিবাদন জানাচ্ছে সে এ মাটির পৃথিবীর কোন নারী হতে পারে না । এ নিশ্চয়ই স্বর্গের কোন অপ্সরী । সম্রাট এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। চোখ ফেরাতে পারলেন না । চোখ ফেরাতে পারেন তো মন ফেরাতে পারেন না। চোখ ফেরানো যায় গো তবু মন ফেরানো যায় না। কেমন করে রাখি ঢেকে মনের খোলা আয়না।–এই হলো মহারাজের অবস্থা। আম্রপালী মুগ্ধ মহারাজাকে হাত ধরে তাকিয়াতে বসারেন। সমগ্র বিকেল জুড়ে ক্লাসিকাল সঙ্গীত ও নিজের অপূর্ব নৃত্যকলায় আম্রপালী সম্রাটকে মুগ্ধ করে রাখলেন । সঙ্গীত ও নৃত্যকলায় অসাধারণ দক্ষতায় মুগ্ধ হয়ে মহারাজ বুঝতে পারলেন আম্রপালীর ব্যাপারে গোপালের প্রশংসা অতিরঞ্জিত তো ছিলই না বরং গোপাল আসলে কম-ই বলেছিল । শুধুমাত্র মুখের কথায় আম্রপালীর রুপের বর্ণনা দেয়া অসম্ভব। মহারাজ উঠে দাঁড়ালেন ।

আম্রপালী চলচ্চিত্রের একটি পোষ্টার


মহারাজ মোহাচ্ছন্ন হয়ে পড়লেন। একসময তিনি আম্রপালীর হাত থেকে সেতার টেনে নিলেন। নিজ হাতের আঙুল সেতারের তারের ওপর চলে গেল কখন যেন । সেতারের তারে যেন ঝড় বইতে লাগলো । সেই ঝড়ের সঙ্গে সম্রাটের সুমধুর কন্ঠ এবার আম্রপালীকে মোহাচ্ছন্ন করে ফেলল । আম্রকুঞ্জে সবাই আম্রপালীর রুপ-রসে অবাক হতেই আসে, আম্রপালী অবাক করতে নয় । আজ এই নবাগত মুসাফির বণিক তাকে অবাক করে দিয়েছে । আম্রপালীর মনে হল এ মুসাফির সাধারণ কেউ নয়।

আম্রপালী চলচ্চিত্রে নৃত্যরত নাম ভূমিকায় অভিনেত্রী বৈজয়ন্তী মালা


সম্রাটের কাছে এসে আম্রপালী হাতজোড় করে বললেন, ‘ হে মুসাফির ! সত্য করে বলুন দেখি। কে আপনি ?’ কোন বা দেশে থাক গো মুসাফির কোনবা দেশে ঘর ? ‘মগধ দেশে থাকি গো আমি ,সম্রাট বিম্বিসার আমার নাম। হে রুপের রাণী ! বিম্বিসার আমার নাম। মন্ত্রীর মুখে তোমার রুপ- সৌন্দর্য ও গুণের বর্ণনা ও প্রশংসা শুনে আমার এখানে আসা । এ দেশে তোমার ওপর যে অবিচার করা হয়েছে তা আমি শুনেছি ।’ তোমাকে জোর করে পতিতা বানানো হয়েছে।

আম্রপালী চলচ্চিত্রের নাম ভুমিকায় অভিনেত্রী বৈজয়ন্তীমালা (নৃত্যরতা)

সে সব কথা থাক মহারাজ ! আপনি কি জানেন মহারাজ , আমি আপনাকে বহু আগে থেকেই অনেক অনেক ভালবাসি। মহারাজ কথাটা বিশ্বাস করতে পারলেন না। বললেন ,হে নারী ! তোমরা ছলনাময়ী জানি। কিন্তু তোমাকে আমি তা মনে করেনি। কিন্তু আমি কিভাবে বিশ্বাস করি যে তুমি আমাকে না দেখেই ভালবেসে ফেলেছো ? আম্রপালী কিছুক্ষণ মৌণ থাকলেন তার পর বলে উঠলেন , আমাকে বিশ্বাস করলেন না মহারাজ। তবে আমার সাথে আসেন। আম্রপালী সম্রাটের হাত ধরে টেনে ধরে চলতে শুরু করলেন। মহারাজ আম্রপালীর পিছনে পিছনে চলা শুরু করলেন।কক্ষের পর ক্ক্ষ পেরিয়ে তারা এক দরজা বন্ধ করা ঘরের সামনে পৌঁছিলেন। আম্রপালী রহস্যভরা কণ্ঠে বলে উঠলেন “ নিজ হতে ধাক্কা দিয়ে দরজা খুলুন মহারাজ!” মহারাজ দরজা খুলে হতবাক হয়ে গেলেন। তিনি স্বপ্নেও এটা কল্পনা করেন নাই। মনের অজান্তেই তিনি আম্রপালীর হাত চেপে ধরলেন। (ক্রমশঃ)

বাংলাদেশ সময়: ১১:৫৮:৫০   ১০৪৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ