নির্বাচিতরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তারা ‘গণদুশমন’:গয়েশ্বর

Home Page » প্রথমপাতা » নির্বাচিতরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তারা ‘গণদুশমন’:গয়েশ্বর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তারা ‘গণদুশমন’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন সময়মতো জনগণই তাদের বিচার করবে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমবিরোধী কালো আইন বাতিল, সাংবাদিক হত্যার বিচার, বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বামসাত্র)।

আজ দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ দলীয় নির্দেশনা উপেক্ষা করে শপথ নিয়েছেন। এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

এ সময় গয়েশ্বর বলেন, কে শপথ নিলেন আর কোথায় শপথ নিলেন না সেটা বিষয় না। দেশের জনগণ ভোট দিতে পারেন নাই, এটা তো আমার কথা না, এটা দেশের জনগণের কথা। যারা আওয়ামী লীগ করে তাদের ৫ শতাংশ লোকও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। সুতারাং জনগণ যেখানে ভোট দিতে পারেন না সে ৩০০ আসনে কেউ জিতে নাই, জয় লাভ করে নাই এবং পরাজিতও হয় নাই।

গয়েশ্বর বলেন, সুতরাং দলের সিদ্ধান্ত ছাড়া নেত্রীকে জেলে রেখে কেউ যদি শপথ নেয় তাহলে তারা জাতীয়তাবাদী শক্তির পক্ষে থাকতে পারে না, তারা হলো গণদুশমন এবং জনগণই সময়মতো তাদের বিচার করবে এবং সেটার জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা পার্লামেন্টে যাব না, দলের সিদ্ধান্ত অমান্য করবে সে দলের লোক হবে না। এই সহজ কথাটা আপনারা বুঝে নেন, এতে আমরা ক্লান্ত নই, ভীতও নই। যে চিৎকার করে জনগণ যেদিন থুথু ফেলবে, সেই থুথুতে তারা ভেসে যাবে সেদিন তারা বুঝবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০১   ৪৯৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ