আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৩ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৬) :জালাল উদদীন মাহমুদ

Home Page » বিনোদন » আম্র-পালী আমের নামকরণের ইতিহাস -১৩ ( বিম্বিসার ও আম্র-পালীর প্রেম –কাহিনী-৬) :জালাল উদদীন মাহমুদ
বুধবার, ২৪ এপ্রিল ২০১৯



 

জালাল উদদীন মাহমুদ

   


 স্থান:আম্রপালী রাজ্যের রাজধানী। সময়:প্রত্যুষ।

   দুজন মুসাফির দুটি তেজী ঘোড়ায় বণিকের ছদ্মবেশে বৈশালী রাজ্যের আম্রপালীর প্রাসাদের সামনে এসে থামলো।নিখঁুত ছদ্মবেশের কারণে কারো পক্ষে বোঝা সম্ভব নয় তারা কারা।আমরা কিন্তু জানি,ঘোড়ার সওয়ারী একজন সম্রাট বিম্বিসার । আর অপরজন মন্ত্রী গোপাল । সারা রাতের যাত্রা শেষ করে খুব সকাল সকাল তারা আম্রপালীর প্রাসাদের সামনে এসে পৌঁছায়েছে।

প্রতীকি ছবি

রাজা বিম্বিসার আম্রকুঞ্জের (আম্রপালীর প্রাসাদের নাম)প্রাঙ্গনের দৃস্টিপাত করলেন। সারি সারি তাবুঁর সারি। আম্রপালীর সাক্ষাৎ প্রার্থীরা এ সব তাঁবুতে অবস্থান করছেন।এমন কি আম্রপালীকে শুধু এক ঝলক দেখার জন্য বিভিন্ন দেশের রাজ-রাজারা আম্রকুঞ্জের উঠানে তাবু টাঙিয়ে অপেক্ষায আছেন ! গোপাল সারাদিন ধরে অনেক চেষ্টা-তদবীর করে ও টাকা-পয়সার লেনদেন শেষ করে আশ্বাস পেল যে নব আগন্তক তথা ছদ্মবেশী রাজা বিম্বিসার দুদিন পর আম্রপালীর দেখা পেতে পারেন। নিজের চোখে এসব কান্ড-কারখানা না দেখলে বিম্বিসার মন্ত্রী গোপালের আম্রপালী সম্পর্কে বলা কথা বিশ্বাসই করতেন না ।
তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। মন্ত্রী জানালো আম্রপালী অনেক সময় নির্ধারিত সিডিউল রক্ষা করতে পারে না। দুদিন কেটে গেল অপেক্ষায় অপেক্ষায় ।কেউ তাদের সাথে যোগাযোগাও করছে না। ও দিকে বৈশালীর রাজার প্রহরীদের এ দিক ঘুরতে দেখা গেল। তাহলে কি রাজা বিম্বিসার ধরা পড়তে যাচ্ছে। মন্ত্রী গোপাল তো এ রাজ্যেরই লোক। তাকে কি সবাই চিনতে পেরেছে ? নাকি গোপালই তাকে ধরে দিতে পরিকল্পনা করেছে।


এ জীবনে বুঝি আর আম্রপালীর সাথে দেখা হলো না নিজ রাজ্যেও ফিরে যাওয়া হলোনা। এমন সময় মন্ত্রী গোপাল হন্ত-দন্ত হয়ে ফিরে আসলো।(চলমান)
(প্রাপ্ত ইতিহাসের মূল পয়েন্টকে ক্লু হিসেবে ধরে সম্ভাব্য ঘটনা ও সংলাপ কল্পনা করে “আম্রপালী আমের নামকরণের ইতিহাস ” অধ্যায় রচিত হচ্ছে। বিস্তারিত জানতে রেফারেন্স হিসেবে জৈন ধর্মগ্রন্থ , তিব্বতীয়ান গ্রন্থাদি ,অশ্বঘোষের ‘বুদ্ধচরিত’ , বৌদ্ধ ধর্মগ্রন্থ ,হিউইয়েন সাং এর বর্ণনা , The age of imperial unity, পালি ভাষায় লেখা আম্বপালিকাসূত্র , ইন্টারনেট দেখা যেতে পারে। এছাড়াও ১৯৬৬ সালে হিন্দী ভাষায় মুক্তিপ্রাপ্ত লেখ ট্যান্ডন পরিচালিত ‘আম্রপালী’ নামক চলচ্চিত্র নির্মিত হয়েছে। আচার্য চতুর্সেনের ‘বৈশালী কি নগরবধূ’ ও অনুরাগ আনন্দের ‘The legend of Amrapali’ তাঁকে নিয়ে রচিত দুটি বিখ্যাত উপন্যাস ।) (ক্রমশঃ)     

বাংলাদেশ সময়: ৯:০৯:৩৫   ৬১৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ