বঙ্গ-নিউজঃ আজ ২০ এপ্রিল ২০১৯ শনিবার । ৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ। ১৩ শাবান ১৪৪০ হিজরি। আজকের এই দিনে পৃথিবীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলি । ১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাভূত করে। ১৭৭০ - ব্লাক নিউ সাউথ ওয়েলস আবিষ্কার করেন। ১৭৭০ - আজকের এই দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিস্কার করেন। ১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়। ১৯০২ - কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়। ১৯১৯ - মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত। ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ। ১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ। ১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়। ১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ। ১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল। ১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। ১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন। ১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত। ২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এর সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিদ্ধস্ত হয়ে ১২৭ জন নিহত হয়। ২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।
জন্মঃ ১৪৯২ - পিয়েট্রো আরেটিনো, তিনি ছিলেন ইতালীয় লেখক, নাট্যকার ও কবি। ১৮০৮ - তৃতীয় নেপোলিয়ন, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট। ১৮৮৯ - আডলফ হিটলার, তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ ও চ্যান্সেলর। ১৮৯৩ - হ্যারল্ড লয়েড, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, কৌতুকাভিনেতা ও প্রযোজক। ১৮৯৩ - জোয়ান মিরো, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯১৮ - শওকত আলী, তিনি ছিলেন রাজনীতিবিদ ও বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা। ১৯১৮ - কাই মানে বোরিয়ে জিগবান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯২৭ - কার্ল আলেকজান্ডার মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯৩৭ - জর্জ টাকেই, তিনি আমেরিকান অভিনেতা। ১৯৩৯ - গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, তিনি নরওয়েজিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী। ১৯৪৯ - মাসিমো দালেমা, তিনি ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও ৭৬ তম প্রধানমন্ত্রী। ১৯৪৯ - জেসিকা ফিলিস ল্যাং, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৬৪ - অ্যান্ডি সেরকিস, তিনি ইংরেজ অভিনেতা ও পরিচালক। ১৯৭২ - কারমেন ইলেকট্রা, তিনি আমেরিকান মডেল ও অভিনেত্রী। ১৯৭২ - যেলজক জক্সিমভিক, তিনি সার্বীয় গায়ক, গীতিকার ও প্রযোজক। ১৯৮৩ - মিরান্ডা মে কের, তিনি অস্ট্রেলিয়ান মডেল।
মৃত্যুঃ ১৯১২ - আব্রাহাম ব্রাম স্টোকার, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলারে স্রষ্টা। ১৯১৮ - কার্ল ফার্দিনান্দ ব্রাউন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ। ১৯৩২ - গিউসেপে পেয়ানো, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক। ১৯৫২ - সুধীরলাল চক্রবর্তী, তিনি ছিলেন বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতজ্ঞ ও সুগায়ক। ১৯৬০ - পান্নালাল ঘোষ, ছিলেন একজন ভারতীয় বাঙালী বংশীবাদক। ১৯৯১ - ডোনাল্ড সিজেল, তিনি ছিলেন আমেরিকান পরিচালক ও প্রযোজক। ১৯৯২ - বেনি হিল, তিনি ছিলেন ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার। ১৯৯৩ - কান্টিনফ্লাস, তিনি ছিলেন মেক্সিক্যান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০০৩ - বার্ণার্ড কাটজ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ। ২০১১ - জেরার্ড স্মিথ, তিনি ছিলেন আমেরিকান গিটারিস্ট।
বাংলাদেশ সময়: ৭:০৬:৪৯ ৪৮৪ বার পঠিত