মধ্যনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল পাচারের অভিযোগ

Home Page » বিবিধ » মধ্যনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল পাচারের অভিযোগ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা ওএমএসের  চাউলের ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির  চাউল পাচারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়,চৌরাস্তার ডিলার মো.আলাল উদ্দিন শারীরিকভাবে অসুস্থতার কারনে বর্তমানে ভারপ্রাপ্ত ডিলার হামিদপুর গ্রামের মৃত সাবান আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫)গত মঙ্গলবার রাতের আধারে হামিদপুর চৌরাস্তার ওএমএসের গোদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা চাউল পাচার করে একই গ্রামের আবুল কালামের ঘরে রেখে দেয়। পরে স্থানীয়রা জেনে গেলে আবার ঐ চাউল এই স্থান থেকে সড়িয়ে আবার পার্শ্ববর্তী মৃত জমির উদ্দীনের ছেলে ইসলাম উদ্দিনের ঘরে স্থানান্তর করা হয়।স্থানীয়রা রাতেই এই পাচারকৃত চাউল উদ্ধারের জন্য ইসলাম উদ্দিনের বাড়িতে যায়।লোকজনদের দেখে ইসলাম উদ্দিন ঘরের দরজা খুলতে চায়নি।পরে জোরপূর্বক তার ঘরের দরজা খুলে স্থানীয়রা ৫০কেজি ওজনের ১৮ বস্তা চাউল দেখতে পায়।---
ডিলার মো.আলাল উদ্দিন জানান,আমি অসুস্থ থাকার কারনে এই ডিলারের দায়িত্বে আছে তরিকুল ইসলাম। তবে চাউল পাচারের বিষয় আমি শুনেছি।
অভিযুক্ত তরিকুল ইসলাম জানান,চাউল পাচারের বিষয়ে আমি অবগত নয়।আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যে অভিযোগ তুলেছে।
ধর্মপাশা উপজেলা ভূমি কর্মকর্তা মো.আবু তালেব জানান,চাউল পাচারের অভিযোগটি পাওয়ার পর তিন সদস্যের তদন্ত্র কমিটি গঠন করা হয়েছে।পাঁচারকৃত ৫০কেজি ওজনের ১৮ বস্তা  চাউল বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত্র শেষে যদি অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:১০   ৮৬৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ