জিএসপি স্থগিতাদেশ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে বিএনপি

Home Page » জাতীয় » জিএসপি স্থগিতাদেশ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে বিএনপি
শনিবার, ২৯ জুন ২০১৩



fokhrul-islam-3-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  বিএনপি মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বা জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে।শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, শুক্রবার প্রথম প্রহরে মার্কিন সরকার বাংলাদেশকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করে।

‘খালেদা জিয়ার চিঠিতে যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করেছে’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তথ্যমন্ত্রীর বক্তব্য অসত্য। তিনি মিথ্যা বক্তব্য দিয়েছেন। আমরা কোনো চিঠি দেইনি। একমাত্র চিঠি দেয়ার ইতিহাস রয়েছে আওয়ামী লীগের।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিএসপি কেন স্থগিত করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। এ সময় তিনি তাজরিন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের কথা উল্লেখ করেছেন।

নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মামলা প্রত্যাহার পূর্বক তার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দুলু খুব অসুস্থ, তার চিকিৎসা প্রয়োজন। তাকে মুক্তি না দিলে তার কিছু হলে এ দায় তাকে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে ফ্যাসিবাদী পন্থা অবলম্বন করে বিরোধী দলকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। সরকার দানবের মতো জনগণের ওপর চেপে বসেছে। রাষ্ট্র ও সমাজের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিপন্ন।

ফখরুল বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জনগণের ভোটের অধিকার কেরে নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদ্ষ্টো ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের নব-নর্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০৪   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ