যৌন হেনস্তা নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

Home Page » আজকের সকল পত্রিকা » যৌন হেনস্তা নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
শনিবার, ১৩ এপ্রিল ২০১৯



 ১০ম বার্ষিক উইমেন ইন দ্য ওয়ার্ল্ড সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়া

বঙ্গ-নিউজঃ  ‘নারীদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।’ বললেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আপনি কখনো যৌন হেনস্তার মুখোমুখি হয়েছেন?’ বলিউড ও হলিউডের এই জনপ্রিয় তারকাকে প্রশ্নটি করেছেন উইমেন ইন দ্য ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন। এর পর আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে এই সমস্যা নিয়ে প্রথম মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ১০ম বার্ষিক উইমেন ইন দ্য ওয়ার্ল্ড সম্মেলন। বিশ্বের বিভিন্ন অঙ্গনে সফল ও আলোচিত নারীদের নিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়াকে আমন্ত্রণ জানানো হয়। তিনি #মি টু আন্দোলনসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন। কথা বলেছেন নিক জোনাসের সঙ্গে নিজের দাম্পত্য জীবন নিয়েও। প্রিয়াঙ্কা চোপড়া এখানে আরও বলেন, ‘এখন আমরা একে অপরকে বেশি সমর্থন করছি। কারণ এই সমস্যা থামানোর ক্ষমতা অনেকেরই নেই। তাই তা প্রতিরোধ করার জন্য সব নারীকে এক জোট হয়ে কাজ করতে হবে। নারীদেরই এগিয়ে আসতে হবে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেকেই বিষয়টি সামনে নিয়ে আসছে। এটা একটা ইতিবাচক দিক।’

গত বছর ভারতে #মি টু আন্দোলন ব্যাপক আলোচিত হয়। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের অনেক নামী, জনপ্রিয়, ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে চলে আসে। ফলে সমাজের সামনে অনেকের মুখোশ খুলে যায়। বলিউডে সাহসী ভূমিকা নেন তনুশ্রী দত্ত। বলিউডের সাবেক এই তারকা প্রথম যৌন হেনস্তার অভিযোগ করেছেন শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে। এর পর আরও অনেক তারকা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

এদিকে ২০১৭ সালে চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যখন হলিউডের কয়েকজন চলচ্চিত্র তারকা যৌন হয়রানির অভিযোগ তোলেন, তখন অক্টোবর মাসে একই অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে হলিউডে নয়, তিনি এই অভিযোগ করেন বলিউডের ক্ষমতাধর কিছু ব্যক্তির বিরুদ্ধে।

কারও নাম প্রকাশ না করে প্রিয়াঙ্কা চোপড়া তখন বলেন, ‘ওয়াইনস্টিন আমাদের বিষয় না, তাঁকে নিয়ে আমি ভাবছি না। তবে এটা সত্যি, হলিউডে যেমন ওয়াইনস্টিন আছেন, যাঁর দ্বারা অনেক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, বলিউডেও তাঁর মতো আরও অনেকেই আছেন। বলিউডেও আছে এমনই অসংখ্য গল্প। যাঁরা এখানে অভিনয় করতে আসেন কিংবা অভিনয় করছেন, তাঁদের অনেককেই কিছু পুরুষ নানাভাবে হুমকি দেয়। এই পুরুষদের নোংরা দাবির কাছে নিজেকে সঁপে না দিলে এখানে কোনো কাজ মিলবে না। আমি শুনেছি, এই সব পুরুষের চেহারা এক। এই অবস্থায় সব নারী একা, অসহায়।’

ওই সময় দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া আরও বলেন, ‘হার্ভি ওয়াইনস্টিনের যে ঘটনাগুলো সামনে এসেছে, তা শুধু যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা দখলের বিষয়। বিশ্বজুড়ে যখন নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, ঠিক তখনই নারীকে দাবিয়ে রাখার জন্য একশ্রেণির পুরুষ এই জঘন্য কাজ অব্যাহত রেখেছে। আসুন, আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’

বাংলাদেশ সময়: ১০:২০:১৪   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ