বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে

Home Page » আজকের সকল পত্রিকা » বঙ্গ-নিউজঃ ইতিহাসের এইদিনে
শনিবার, ১৩ এপ্রিল ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আজ ১৩ এপ্রিল ২০১৯ শনিবার । ৩০ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ। ২৫ রজব ১৪৩৯ হিজরি। আজকের এই দিনে  পৃথিবীতে ঘটে যাওয়া  বিশেষ ঘটনাবলি। ১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত হয়। ১৭৭২ - ওয়ারেন হেস্টিংস বাংলার গবর্নর নিযুক্ত হন। ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়। ১৮৯৩ - গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়। ১৯১৯ - রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাসংঘটিত হয়। ১৯১৯ - প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬৪ - ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন। ১৯৬৬ - বিমান দূর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান । ১৯৭৫ - লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়। ১৯৭৫ - বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়। ১৯৯৭ - আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ২০০৪ - সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে।

জন্মঃ ১৫১৯ - ক্যাথরিন ডি’ মেডিকি, তিনি ছিলেন ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী। ১৫৭০ - গায় ফাওকেস, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী। ১৭৪৩ - টমাস জেফারসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি। ১৯০৬ - স্যামুয়েল বেকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক। ১৯১৩ - শেমাস্‌ হীনি, তিনি ছিলেন ১৯৯৫ সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক। ১৯২২ - জুলিয়াস নয়েরেরে, তিনি ছিলেন তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৩৯ - শেমাস্ হীনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার। ১৯৪০ - জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক। ১৯৪১ - মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট। ১৯৪৯ - ক্রিস্টোফার হিচেনস, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক। ১৯৫০ - রন পেরলমান, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক। ১৯৬০ - রুডি ফোলার, তিনি সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৬৩ - গ্যারি কিমোভিচ কাসপারভ, তিনি দাবা গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ১৯৭৮ - কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার। ১৯৮৩ - ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, তিনি চিলির ফুটবলার। ১৯৮৪ - এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, তিনি ডেনিশ ফুটবলার। ১৯৮৮ - অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যুঃ ০৮১৪ - ক্রুম, তিনি ছিলেন বুলগেরিয় শাসক। ১৬৯৫ - জাঁ ডে লা ফন্টাইনে, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি। ১৮৮২ - ব্রুনো বাউয়ের, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক। ১৯৪৫ - আর্নেস্ট কাসিরের, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ। ১৯৫৬ - এমিল নল্ডে, তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ। ১৯৬৬ - জর্জ দুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক। ১৯৭৫ - ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, তিনি ছিলেন চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও অ১ম রাষ্ট্রপতি। ১৯৯৩ - ওয়ালেস স্টেগ্নার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক। ২০১৫ - এডুয়ার্ডো গালেয়ানো, তিনি ছিলেন উরুগুয়ের সাংবাদিক ও লেখক। ২০১৫ - গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী।

বাংলাদেশ সময়: ৬:৪৮:৪৬   ৫৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ