১৪ এপ্রিল পহেলা বৈশাখ,জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ

Home Page » জাতীয় » ১৪ এপ্রিল পহেলা বৈশাখ,জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ
শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৬ এর প্রথম দিন। দিনটি থাকবে সরকারি ছুটির দিন। জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের বিভিন্ন কর্মসূচি শুরু হবে। এরমধ্যে ঐতিহাসিক রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে ছায়ানট। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলসমূহ রমনা বটমূলে ছায়ানট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। এছাড়া নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে বৈশাখি র‌্যালির আয়োজন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও লোকজ মেলার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপিত হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করবে।

বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। নববর্ষ উপলক্ষে বাণী দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এদিন আলোচনাসভা, প্রদর্শনী, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করবে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, কবি নজরুল ইনস্টিটিউট, কপিরাইট অফিস, জাতীয় গ্রন্থকেন্দ্র ও বিসিক নববর্ষ মেলা।

ঐতিহ্যবাহী বৈশাখি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও একাডেমিসমূহ তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করবে।

এদিন দেশের সকল কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে। শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য বিনা টিকেটে সকল জাদুঘর উন্মুক্ত রাখা হবে।

সকল সরকারি-বেসরকারি টিভি, বাংলাদেশ বেতার, এফএম ও কমিউনিটি রেডিও বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:২৫   ৭৮২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ