ভাঙ্গায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বেধড়ক পিটুনিতে হাসপাতালে চিকিৎসাধীন, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বেধড়ক পিটুনিতে হাসপাতালে চিকিৎসাধীন, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯



ভাঙ্গায় ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে বেধড়ক পিটুনিতে হাসপাতালে চিকিৎসাধীন, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক- সারাদেশ যখন মাদ্রাসার শিক্ষকের দ্বারা নিপিড়নের শিকার মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি’র মর্মান্তিক ঘটনায় কাতর। ঠিক তখনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীতে পড়ুয়া সিয়াম মাতুব্বরকে (১২) বেধড়ক পিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসারত দেখে ক্রমান্বয়ে শিক্ষকদের প্রতি হতাশ, ক্ষোভ ও চিন্তিত রয়েছে সুশীল সমাজ। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৮নং আতাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক প্রদীপ দত্তর বিরুদ্ধে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সিয়ামকে বিদ্যালয়ে পাঠদান কালীন সময়ে বেধড়ক মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ চাঞ্চল্যকর ঘটনায় উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটি, পরিবারের ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নমিতা বিশ্বাস সাংবাদিকদের তথ্য প্রদানকালে ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলে জানান, বিগত ২০১৫ সালের ডিসেম্বরের ১৫ তারিখে ৪র্থ শ্রেণীর ছাত্র ইয়াসিনকে মারপিট করার ঘটনার জন্য প্রদীপ দত্তকে নোটিশ প্রদান করে অবহিত করা হয়। ঘটনার পূনরাবৃত্তি হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানিয়ে নোটিশের উপর তাঁর (প্রদীপ) সহস্ত স্বাক্ষর গ্রহণ করা হয়। এবিষয়ে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু তালেব আজাদ সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। আমরা ইতিমধ্যে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণ করে অন্যত্র প্রেরণের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছি। অভিযুক্ত শিক্ষক প্রদীপ দত্তকে বিদ্যালয়ে না পেয়ে তার মুঠোফোনে ০১৭৬৬৬৫৫৫৫৮ (সাংবাদিকের নম্বর) থেকে বারংবার যোগাযোগের চেষ্টা করলে কল রিসিভ না করায় তাঁর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় সাংবাদিকরা। এবিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ২০:৩২:৫২   ২২৫২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ