মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করেছে আফগানিস্তানের তালেবান

Home Page » এক্সক্লুসিভ » মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করেছে আফগানিস্তানের তালেবান
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯



ছবি:ইন্টারনেট থেকে

বঙ্গ-নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করেছে আফগানিস্তানের তালেবান বলে খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন। খবর পার্সটুডে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শাওয়ারাব বিমান ঘাঁটি থেকে ওড়ার সময় মার্কিন বোমারু বিমান বি-৫২ ভূপাতিত করা হয়।

জানা গেছে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ওয়াশিরের লার এলাকায় অবস্থিত এ বিমান ঘাঁটি।

তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবরটি প্রচার করা হয়েছে।

ওই খবরে উল্লেখ করা হয়, ভারি অস্ত্রের আঘাতে বোমারু বিমানটি ভূপাতিত হয়ে সব আরোহী নিহত হয়েছে। তবে আরোহীর সংখ্যা কত ছিল তা জানানো হয়নি। এ বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন বাহিনী।

১৯৫০’এর দশক থেকে মার্কিন বিমান বাহিনী নিয়মিত বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে। ৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪ হাজার ৮০ কি.মি. পাড়ি দিতে পারে।

মার্কিন বাহিনী ২০৫০ সাল পর্যন্ত বোমারু বিমান বি-৫২ ব্যবহার অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, আফগানিস্তানে চলতি মাসের গত ৮ এপ্রিল গাড়ি বোমার হামলায় ৪ মার্কিন সেনা নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে মার্কিন সেনা বহরে এ হামলা চালানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ৯:৪৯:১৮   ৫৭৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ