পীরগঞ্জে ৪৬টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন

Home Page » প্রথমপাতা » পীরগঞ্জে ৪৬টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন
শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯



পীরগঞ্জে ৪৬টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন

সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ- রংপুর জেলা কৃষি অফিসের আয়োজনে পীরগঞ্জে আলোক ফাঁদ বাস্তবায়ন কর্মসূচী পালিত হয়েছে। জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৪৬টি ব্লকে একযোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সন্ধায় ধানের জমি থেকে ১০ ফুট দুরে বৈদ্যুতিক বাল্ব বা হ্যাচাক লাইট জালিয়ে রাখা হয়। ফসলের মাঠে পোকা-মাকড় সমূহ আলোর প্রতি আকৃষ্ট হয়ে চলে আসে। বাল্ব বা হ্যাচাকের নিচে একটি পানির পাত্র রেখে যাতে সাবানের গুড়া/কেরোসিন তৈল মিশ্রিত করে রেখে দেওয়া হয়। ধানের জমি থেকে মাজরা, পাতা মোড়ানো, ফড়িংসহ বেশকিছু ক্ষতিকর/উপকারী পোকার উপস্থিতি ঘটে উল্লেখিত আলোক ফাঁদে। পোকার উপস্থিতি সনাক্ত করে ফসল থেকে সেগুলো দমনের ব্যবস্থা গ্রহনের উদ্যোগে এই আলোক ফাঁদ ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় কৃষকদের সাথে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ এ কর্মসূচী বাস্তবায়ন করেন। রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর ব্লক, পৌরসভা রায়পুরের বাহাদুরপুর, বড় আলমপুরের হোসেনপুরসহ ৪৬টি ব্লকে একযোগে এ আলোক ফাঁদ বাস্তবায়ন উৎসব পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছাদেকুজ্জামান সরকার, সম্প্রসারন কর্মকর্তা নাসিরুল আলম, ব্লক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম, ফজলুল হক মন্ডল, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সামছুজ্জামান, সেলিনা খাতুনসহ অন্যান্যরা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলার ৪৬টি ব্লকে একযোগে আলোক ফাঁদ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আলোক ফাঁদ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ধান ফসলের পোকার উপস্থিতি, সনাক্তকরণ ও দমনে অত্যন্ত গুরুত্বের সাথে মাঠ পর্যায়ের কৃষকদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে কৃষকদের সম্পৃক্ততায় এগিয়ে আসলে চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতে পোকার উপস্থিতি নির্ণয় ও দমনে কার্যকরী ব্যবস্থা সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২০:১৬:২৬   ৭০৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ