রাজশাহীতে দুই আ. লীগ নেতার রগ কেটেছে শিবির

Home Page » জাতীয় » রাজশাহীতে দুই আ. লীগ নেতার রগ কেটেছে শিবির
সোমবার, ১৮ মার্চ ২০১৩



rajshahiphoto01.jpgরাজশাহীতে বাড়িতে ঢুকে আওয়ামী লীগের দুই নেতার রগ কেটে দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের একদল কর্মী।রোববার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- নগরীর ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও মির্জপুর নাজমুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল হোসেন।

তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রুহুল আমিন।

তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, শহিদকে কুপিয়ে জখম ও তার দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে। মাইনুলকে কোপানোর পাশাপাশি বাম হাতের রগ কেটে দেয়া হয়।

শহীদ ও মাইনুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত যুবলীগ নেতা রুহুল আমিন সাংবাদিকদের বলেন, তারা তিনজন শহিদের বাড়িতে বসে কথা বলছিলেন।

“রাত সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৪০ জন শিবির ক্যাডার স্লোগান দিতে দিতে বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে এলোপাতাড়ি কোপাতে থোকে। এরপর শহীদ ও মাইনুলকে মাটিতে ফেলে পায়ের রগ কেটে দেয়।”

ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রুহুল আমিন।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, “খবর পেয়েই পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

হামলাকারী শিবিরকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় ছাত্রশিবিরের শক্ত অবস্থান রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৫:০০   ৫১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ