চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন: আচরবিণধি লঙ্ঘন করায় তিন সংসদ সদস্যকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ

Home Page » জাতীয় » চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন: আচরবিণধি লঙ্ঘন করায় তিন সংসদ সদস্যকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ
শনিবার, ৩০ মার্চ ২০১৯



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আচরণবিধি লঙ্ঘন করায় তিন সংসদ সদস্যকে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

তিন সাংসদ হলেন- ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান, যশোর-৪ আসনের রণজিত কুমার রায় ও নোয়াখালী-৪ আসনের একরামুল করিম চৌধুরী।

রবিবার (৩১ মার্চ) চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২০ এমপিকে একই নির্দেশনা দিয়েছিল ইসি। এছাড়া এমপিরা যাতে আচরণবিধি ভঙ্গ না করেন, সে ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছিল সংস্থাটি।

তারপরও অনেকে এলাকায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে এলাকায় অবস্থান, প্রচারে অংশ নেওয়া ও সরকারি সুবিধা নিয়ে প্রচারে অংশ নেয়া নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

নির্বাচন পরিচালনা সাখা জানায়, ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮৪টি উপজেলায় ২৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০০ উপজেলায় ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটির বেশি এবং কেন্দ্রে সংখ্যা সাড়ে আট হাজার। নির্বাচনে ৯০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়াও চতুর্থ ধাপের ১৫টি উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শুধু চতুর্থ ধাপে সাতজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

তারা হলেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, টাঙ্গাইল-৫ আসনের মো: ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো: জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো: মোজাম্মেল হোসেন, খুলনার-৬ আসনের মো: আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ আসনের মো: নাসির উদ্দিন।

এছাড়া সহিংসতা রোধে ব্যর্থ হওয়ায় পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিন ভারপ্রাপ্ত কর্সকর্তাকে প্রত্যাহার করেছে ইসি। ওসি তিনজন হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, বরগুনা জেলার আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ওসি মো: শাজাহান কবির।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২২   ৫০৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ