ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডী’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

Home Page » খেলা » ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডী’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯



ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডী’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দেশের জাতীয় খেলা কাবাডী। আর ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে দেখা যায়না বললেই চলে। তবুও জনপ্রিয়তার কমতি ছিলনা খেলাটি উপভোগের জন্য। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানা প্রশাসনের উদ্যোগে সরকারী কে এম (কাজী মাহাবুব উল্লাহ্) বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী কাবাডীর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নিজ নিজ দলের সমর্থকদের খেলোয়াড়রা বিজয়ীর পুরস্কার গ্রহণ করবে বলে প্রত্যাশা জ্ঞাপন করেন প্রত্যেক দলেরই সমর্থকেরা। রেফারীর বাশির আওয়াজ পেয়েই পর্যায়ক্রমে প্রতিপক্ষের দিকে ছুটে যায় বিপরিত পক্ষের এক এক জন খেলোয়াড়। চলে টানটান উত্তেজনা। খেলোয়াড়দের উৎসাহ প্রদানে এক দলের সমর্থকদের দ্বারা সৃষ্ট বিভিন্ন বচন ও অঙ্গ ভঙ্গি যেমন অনুপ্রেরণা যোগায়, ঠিক তেমনই প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বিচলিত বা হতাশা গ্রস্থ্য চেহারা নিজ দলের সমর্থকদের নিরাশার সৃষ্টি করে। আশা-নিরাশার মধ্যেই বেজে উঠে পুনরায় রেফারীর শেষ বাশির আওয়াজ। তবে এ আওয়াজে সৃষ্টি হয় বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে জয়ের উল্লাস। বিপরিত দিকে সমর্থক দলের খেলোয়াড়দের অপারগতায়, হার মানতে বাধ্য হওয়ার পিছনে বিভিন্ন কারণের গুঞ্জন চলে হতাশা গ্রস্থ হার না মানা সমর্থকদের মাঝে। অবশেষে প্রথম স্থান অধিকার কারী আলগী ইউনিয়ন দলের হাতে বিজয়ের পুরস্কার একটি ফ্রীজ, দ্বীতীয় স্থান অধিকার কারী পৌরসভা দলকে একটি ২৪ ইঞ্চি এল,ই,ডি টিভি, অন্যান্য দলের দলপতীদের ও সাংবাদিকদের হাতেও পুুুুরস্কার তুুুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সহ অতিথিবৃন্দ। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, ভারপ্রাপ্ত মেয়র লিয়াকত হোসেন মোল্লা, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার ১২টি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৪   ৭৮৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ