দূর্ণীতির অপর নামের আখ্যায়, ভাঙ্গার ভূমি অফিস কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

Home Page » প্রথমপাতা » দূর্ণীতির অপর নামের আখ্যায়, ভাঙ্গার ভূমি অফিস কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
শনিবার, ২৩ মার্চ ২০১৯



দূর্ণীতির অপর নামের আখ্যায়, ভাঙ্গার ভূমি অফিস কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
সাইফুল ইসলাম শাকিল, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- অনিয়ম, দূর্ণীতি, অবৈধ ড্রেজার মেশিনের মালিকদের সঙ্গে যোগসাযোসে বালু উত্তোলনে সহযোগীতাকারী, উৎকচের বিনিময়ে কার্য হাসিলকারী, লিজের মাধ্যমে সরকারী জমি অন্যত্র ব্যক্তিদ্বয়দের দখলের সহযোগিতাকারী, সরকারী কর্মকর্তা হয়েও দীর্ঘ ১৭ বছর একই স্থানে বারংবার কর্তব্যরত কর্মকর্তা ও নানান অণৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সেলিমের বিরুদ্ধে। ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়েরকারী ভাঙ্গা বাজারের মৃত সোহরাব মুন্সীর ছেলে মোঃ খোকন মুন্সীর অভিযোগ, ৫৫ নং সদরদী মৌজার মধ্যে এস.এ ৬৪১, ৬৪২, ৬৪৩ নং দাগে এবং এস.এ ১/১ খতিয়ান ভুক্ত বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক হতে লিজ নিয়ে সোহরাব মুন্সী ভোগ দখল থাকাকালীন অবস্থায় এসিল্যান্ড অফিসের ক্লার্ক (সেলিম) এর সহযোগীতায় কয়েকজনের নাম উল্লেখ করে লিজ কৃত সম্পত্তির উপর জোর পূর্বক ঘর উত্তোলন কারীদের ঘর উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ ও অভিযোগের অনুলিপি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর দায়ের করা হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আফসানা কাওছার এর প্রসেস নম্বর ১৪/১৯ তারিখ ০৭ই জানুয়ারী ২০১৯ইং এর লিখিত পত্রের ভিত্তিতে অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষদের উভয়কে গত ১৪ই জানুয়ারী ২০১৯ সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হলে শুনানীর পরে অভিযুক্ত সেলিমের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও সময়ের সাথে মিলতাল করতে পারছেননা তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আফসানা কাওছার। অভিযুক্ত উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সেলিমের নিকট এ সম্পর্কে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এবিষয়ে অফিসে এসে খবর নেন। অভিযোগের কোনো সত্যতা নাই। এবিষয়ে মোছাঃ আফসানা কাওছার বলেন, তদন্তকারী কর্মকর্তা হিসাবে ইতিমধ্যে তদন্তের রিপোর্ট জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেছি। বিষয়টির সর্বশেষ অবস্থা আপনাদের (সাংবাদিকদের) সাথে মুখোমুখি হয়ে পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫০   ২৭৫৭ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ