সিলেটে যুদ্ধবিমানের বিকট শব্দে আকাশ প্রকম্পিত! শিক্ষণের জন্য কি ওই বিমানটি আকাশে উড্ডয়ন

Home Page » প্রথমপাতা » সিলেটে যুদ্ধবিমানের বিকট শব্দে আকাশ প্রকম্পিত! শিক্ষণের জন্য কি ওই বিমানটি আকাশে উড্ডয়ন
বুধবার, ২০ মার্চ ২০১৯



প্রতীকি ছবি   বঙ্গ-নিউজ: হঠাৎ সিলেটে যুদ্ধবিমানের বিকট শব্দে আকাশ প্রকম্পিত হয়ে সেই শব্দ নেমে এলো মাঠিতে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সিলেটবাসী। এ সময় অনেককে যে যার মতো ছুটোছুটি করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। আকাশ কাঁপিয়ে এতো বিকট শব্দ কেউ ইতিপূর্বে কেউ শোনেনি বলে জানান স্থানীয়রা। সেজন্যই এই আতঙ্ক।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশিক্ষণের জন্য ওই বিমানটি আকাশে উড্ডয়ন করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

স্থানীয় একজন জানান, সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধাংদেহী পরিস্থিতির কথা স্মরণ করেই হয়ত বেশি ভয় পেয়েছে নগরবাসীরা।

পরে জানা গেছে ওই বিমানটি বাংলাদেশ বিমান বিমান বাহিনীর F-7 MN এটি মূলত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হয়েছে। তবে ওই বিমান মহড়ার স্থায়িত্ব ছিলো প্রায় ২০ মিনিট।

এ সময় আতঙ্কিত নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, লামাবাজার, মিরাবাজার, সোবহানীঘাটসহ পুরো নগরীর মানুষ দিক-বিদিক ছুটোছুটি শুরু করেন।

বিষয়টি নিয়ে সিলেটে মঙ্গলবার থেকে এখনও গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, যুদ্ধবিমানটি সম্ভবত মহড়া প্রদানের বিশেষ উদ্দেশ্যে আকাশে উড়েছে।

এ বিষয়ে সিলেটের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অনেকে জানিয়েছেন, আতঙ্কিত হবেন না। এ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 MB বিমান। এর ওড়ানোর প্রশিক্ষণ চলছে। আগামীকালও এর মহড়া চলবে। তবে ফেসবুকে এসব বার্তার সত্যতা বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ৮:৫৭:১০   ৪৭২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ