জীবনে কখনো হামলাকারীর নাম নেবেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » জীবনে কখনো হামলাকারীর নাম নেবেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
বুধবার, ২০ মার্চ ২০১৯



পার্লামেন্টে জেসিন্ডা আরডার্ন। ছবি: রয়টার্স

বঙ্গ-নিউজঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর নাম কখনো মুখে আনবেন না দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। পার্লামেন্টে মুসলিম কমিউনিটির সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, ‘তিনি সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কুখ্যাত। এ জন্য আপনারা কখনোই আমার মুখে তাঁর নাম শুনবেন না।’

গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জন নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। এ ঘটনায় ৫০ জনের মতো আহত হন। হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী তরুণ ব্রেনটন হ্যারিসন টারান্ট আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালান। হামলার ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিমও করেন তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার চার দিন পর  মঙ্গলবার ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনে মুসলিম কমিউনিটির সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রথমেই তিনি আরবিতে ‘আসসালামু আলাইকুম’ বলে তাঁর বক্তব্য শুরু করেন।

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, যাঁরা চলে গেছেন আমরা বরং তাঁদের নাম নিই ওই খুনির নাম নেওয়ার চেয়ে। তিনি একজন সন্ত্রাসী, একজন অপরাধী, একজন চরমপন্থী। তবে তাঁকে নিয়ে যখন আমি কথা বলব, তিনি নামবিহীন থাকবেন।’ এ সময় তিনি ওই হামলার ভিডিও শেয়ার করা বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে আরও কাজ করার আহ্বান জানান। আইনপ্রণেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের আইন অনুযায়ী হামলাকারী পূর্ণ শাস্তির মুখোমুখি হবেন।

এদিকে গতকাল সোমবার অস্ত্র আইনে ‘নীতিগত’ পরিবর্তন আনতে সম্মত হয় নিউজিল্যান্ডের মন্ত্রিসভা। ২৫ মার্চের মধ্যেই এই সংস্কারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ৬:৩৯:১০   ৬৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ