হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন হিন্দু নেতারা

Home Page » প্রথমপাতা » হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন হিন্দু নেতারা
শনিবার, ১৬ মার্চ ২০১৯



ছবি নিজস্ব প্রতিনিধি   স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: এক ভয়াবহ চিত্র তুলে ধরে এবং ভুক্তভুগিদের উপস্থিতিতে এক করুন ও বেদনা বিদূর আবহ তৈরী হয় সংবাদ সম্মেলনে। দু’একজন আক্রান্ত ও অত্যাচারিতকেও বক্তব্য দেওয়ানো হয়েছিল সেখানে। আবেগে কম বেশী অনেকেকেই চোখ মুছতে দেখা যায়। ভিডিও এবং পেপার ক্লিপিং দেখানো হয়। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামক একটি সংগঠন। বিভিন্ন তথ্য উপস্থাপন করে এবং প্রশ্নের জবাবে সংগঠনটির মহাসচিব দাবি করেন যে কোন সরকারের সময়ই এ অঞ্চলের হিন্দুরা নিরাপদে ছিল না। তিনি বিগত তিন মাসের হিন্দু নির্যাতনের ভয়াবহ ও তুলনা মূলক চিত্র তুলে ধরে দেখান যে এই হার সর্বকালের রেকর্ডকে অতিক্রম করেছে। তিনি আরও বলেন যে প্রত্যেকের কাছে দীর্ঘদিন যাবৎ এগুলো বন্ধের দাবি জানিয়ে আসছেন। সকলেই শুধু আশ্বাস দেন কিন্তু প্রতিকার কেহ করেন না। সর্বশেষ নির্বাচন পূর্ব সময়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার চা চক্রে যোগদিয়ে এসব দাবি উত্থাপন করেন। শুধু মাত্র জানতে পেরেছেন যে অবিলম্বেই একটি কমিশন গঠন হবে- ছিল বিভিন্ন মুল দাবির বাইরে একটি অপশনাল দাবি।  শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি।

 ছবি নিজস্ব প্রতিনিধি

 ছবি নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেন, ‘সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ, লুণ্ঠন, বসত বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। এছাড়া হিন্দু ব্যবসায়ীেদের কাছে চাঁদা দাবিসহ দেশত্যাগের হুমকির মতো ঘটনা অহরহ ঘটছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সিনিয়র যুগ্ম-মহাসচিব উত্তম দাসসহ আরো অনেকে।

নেতারা বলেন, ‘এইতো কয়েকদিন আগে মানবাধিকার কর্মী প্রিয়বালা বিশ্বাস ও প্রীতিলতা বিশ্বাসের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও সিলেটের যুগল টিলা মন্দিরসহ পাবনায় স্বপন বাসকের জমি দখলের চেষ্টা চালানো হয়েছে।’

হিন্দুদের অধিকার রক্ষায় জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনসহ বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পাঠ্যপুস্তক ধর্মনিরপেক্ষ হতে হবে, দুর্গাপূজায় তিন দিন, রথযাত্রায় একদিন ও শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন মহাবারুণীতে একদিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। এছাড়াও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রীহিসেবে নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৪৩   ৯৯৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ