এই টেস্ট বাঁচানো কঠিন হলেও অসম্ভব না: তামিম ইকবাল

Home Page » ক্রিকেট » এই টেস্ট বাঁচানো কঠিন হলেও অসম্ভব না: তামিম ইকবাল
সোমবার, ১১ মার্চ ২০১৯



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ রিজার্ভ ভেসিনে ওয়েলিংটন টেস্টের প্রথম দুই দিনই গেল বৃষ্টির পেটে। টস গড়ায় তৃতীয় দিনে এসে। দুই দিন কমে এই টেস্ট তিন দিনে দাঁড়ালেও ফলাফল আসা এখন সময়ের অপেক্ষা। খেলা হয়েছে দুই দিন, বাকি আছে কালকের দিন।

গত রোববার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। তামিম ইকবালের ৭৪ রান স্বত্বেও বাংলাদেশ সব উইকেট হারায় ৬১ ওভারে মাত্র ২১১ রানে।

বাংলাদেশের ব্যাটিং দুর্দশার দিনে কিছুটা আশা দেখায় এদিন শেষ সেশনে ৩৮ রানে নিউজিল্যান্ডের দুই উইকেট পড়ে যাওয়াতে।

প্রথম দিন যেখানে বোলিং স্বর্গ হয়ে দাঁড়ায় ওয়েলিংটনের উইকেট, সেখানে উল্টো চিত্র দেখা যায় আজ।

কেন উইলিয়ামসনের ৭৪, হেনরি নিকোলসের ১০৭ আর রস টেইলরের ২০০ রানের ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় প্রথম ইনিংসে ৪৩২!

জবাবে কিউইদের লিড দেয়ার লক্ষ্যে নেমে বাংলাদেশ এরিমধ্যে ৩ উইকেট হারিয়েছে ৮০ রানে। এর মানে দাঁড়ালো, বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে উইকেট হয়ে যায় বোলারদের আর নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে উইকেট হয়ে যায় ব্যাটিং স্বর্গ।

আগামীকাল সোমবার শেষদিনে বাংলাদেশকে খেলতে হবে ৯০ ওভারের মতো, যদি না এই টেস্ট বাঁচাতে হয়। হাতে আছে ৭ উইকেট।

দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন আর প্রথম টেস্টে শতক হাঁকানো সৌম্য সরকার।

তবে কি বলা যায় এই টেস্ট ড্র হতে পারে? দ্বিতীয় দিন শেষে তামিম জানালেন আশা আর হতাশার কথা।

‘ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব, এখনও আমাদের ৭ উইকেট আছে। রিয়াদ ভাই, লিটন আছে। আগামীকাল প্রথম সেশনে যদি সৌম্য-মিঠুনের উইকেট দ্রুত না পড়ে তাহলে এটা কঠিন হলেও অসম্ভব কিছু না। এখন একটাই কাজ, ধৈর্য ধরে উইকেটে টিকে থাকা। আজ যদি ১টা উইকেট পড়ত তাহলে ড্র করার ব্যাপারে জোর গলায় বলতে পারতাম। কিন্তু তিন উইকেট পড়ে যাওয়াটাই বিপদ ফেলেছে আমাদের।’

তামিম ইকবালের আক্ষেপ, রস টেইলরের দ্বিশতক। টেইলর দুইবার জীবন পেয়েছেন আবু জায়েদের এক ওভারেই। তার উইকেট টা যদি হাতছাড়া করা না হতো তবে এত রান করতে পারতো না নিউজিল্যান্ড।

‘একই ওভারে এমনই একজনের ক্যাচ মিস করেছি, যে কি না ২০০ রানের ইনিংস খেলে দিয়েছে। ওই সময় যদি তাকে আউট করতে পারতাম তাহলে এতগুলা রান নাও আসতে পারতো। ক্যাচ যে কেউ ছাড়তেতে পারে। এটা খেলার অংশ। যারা ছেড়েছে তাদের খারাপ লাগছে এটাই স্বাভাবিক।’

বাংলাদেশ সময়: ২২:১৯:০৭   ৬৩৮ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ