সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি: খালেদা জিয়া

Home Page » জাতীয় » সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি: খালেদা জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



khaleda-zia-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। একই সথে টালবাহানা না করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা-ভাবনা শুরু করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।এ সময় বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে ক্ষমতাসীনদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি।

খালেদা জিয়া বলেন, নির্বাচন সুষ্ঠু হলে সরকার-সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো।

বুধবার রাতে গুলশান কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই সিলেটের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন কাউন্সিলর খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বেগম জিয়া বলেন, সিলেটের পূণ্যভূমি থেকে আমাদের জয়যাত্রা শুরু হয়েছে। আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শুধু সিলেট নয়, সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনেই সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, যার জন্য এত বড় জয় আমাদের এসেছে।

এ সময় চার সিটিতে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্যে বেগম জিয়া ভোটারদের অভিভন্দনও জানিয়েছেন।

নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সিটি নির্বাচনগুলোতে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, গাজীপুর নির্বাচনে তাদের নিরপেক্ষতার প্রমাণ দেয়ার সুযোগ রয়েছে। তাই আমি আশা করব, গাজীপুর সিটি নির্বাচনে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, বিএনপির বিজয় দেখে সরকার ভীত হয়ে সামনের দিনগুলোতে অত্যাচার-নির্যাতন আরো বাড়াতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনাসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৫৬   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ