শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর এখন বলিউডের আলোচিতদের কাতারে

Home Page » বিনোদন » শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর এখন বলিউডের আলোচিতদের কাতারে
রবিবার, ১০ মার্চ ২০১৯



 

 

 

 

 

 

 

 

ছবি সংগৃহীত  স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর এখন বলিউডের আলোচিতদের কাতারে উঠে এসেছেন। সবসময় তাকে ঘিরে থাকে মিডিয়ার আগ্রহী চোখ। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় ব্যায়ামাগার থেকে বের হওয়া পরিশ্রান্ত ঝলমলে জাহ্নবীর ছবি। যেগুলো ক্যামেরবন্দি করেন পাপারাজ্জিরা। কিন্তু কেন প্রতিদিন নতুন সব জামা পরে জিমে যাচ্ছেন জাহ্নবী? এত জামা তার আসছেই বা কোত্থেকে? এবার জাহ্নবী নিজেই ফাঁস করলেন কারণ।

 শরীর ঠিক রাখতে প্রতিদিন নিয়মিত জিমে যান জাহ্নবী। তার অপেক্ষায় ব্যায়ামাগারের বাইরে দাঁড়িয়ে থাকে পাপারাজ্জিরা। জাহ্নবী গাড়ি থেকে নামতেই শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা। গত শুক্রবারেও বরাবরের মতো জিমে যাচ্ছিলেন জাহ্ণবী। খয়েরি রঙের লেগিংস ও একটি টপ পরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে পাপারাজ্জিদের মধ্যে থেকে একজন কিছু একটা বলে বসেন। প্রত্যুত্তরে জাহ্নবী বলেন, ‘আপনাদের জন্যই তো প্রতিদিন নতুন জামা পরে আসতে হয়, যাতে আপনারা ছবি তুলতে পারেন।’

এছাড়া সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে উপস্থাপক করণ জোহর জাহ্নবীকে জিজ্ঞেস করেন, ‘তোমার যে এত ছবি ভাইরাল হয় কীভাবে? তুমি কি পাপারাজ্জিদের ডেকে আন?’ জবাবে জাহ্নবী বলেছিলেন, ‘আমার ডাকতে হয় না। তারা নিজে থেকেই আমার জন্য অপেক্ষা করেন। আমি বরং তাঁদের না আসতে অনুরোধ করেছিলাম। বলেছিলাম, ভাই জিমে আসার জন্য আমার আর জামা নেই। এখন কেবল পায়জামাগুলোই বাকি।’

উল্লেখ্য, ইদানিং কারিনা কাপুরকেও দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন জামা পরে জিমে যেতে।

বাংলাদেশ সময়: ৮:৪৬:৪১   ৫৫৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ