সংশোধিত বিধিমালায় বিদ্যালয়ে প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে

Home Page » জাতীয় » সংশোধিত বিধিমালায় বিদ্যালয়ে প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯



প্রতীকি ছবি   স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  সংশোধিত বিধিমালায় বিদ্যালয়ে ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এই পদ সৃষ্টি হলে প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডেআর প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে।

এ সংক্রান্ত প্রস্তাবিত বিধিমালা রোববার রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি কর্তৃক সংশোধিত বিধিমালাটি খুব দ্রুত গাজেট আকারে প্রকাশ করা হবে এবং এর পরপরই এ পদের জন্য প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে।

তিনি আরও জানান, এ বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন পরিশোধ করা হবে।

বিধিমালা সংশোধনের এর ব্যাপারে শিক্ষক নেতাদের নিকট জানতে চাইলে তারা জানান, বেতন স্কেলের এই পরিবর্তনে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা মোটেও খুশি নয়। এ পদ সৃষ্টি হলে সহকারী শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে তাদেরকে আরও দুটি ধাপ অতিক্রম করতে হবে।

আর এ পদটি না থাকলে পদোন্নতির একটি ধাপ পেরোলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চাইলেও নতুন পদটি চান না।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, আমাদের দাবি প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন। কিন্তু সহকারী প্রধান শিক্ষক পদটি সৃষ্টি হলে আমরা যখন ওই পদে পদোন্নতি পাব, তখন আমরা ওই পদের স্কেলে বেতন পাব। সেক্ষেত্রে সহকারী শিক্ষকদের বেতনের যে বৈষম্য, তা থেকেই যাবে। তাই সহকারী প্রধান শিক্ষকের পদটি এ মুহূর্তে আমরা চাই না।

বাংলাদেশ সময়: ৯:৩৭:৩৭   ৫৬৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ