বিএনপি গ্রামীন ব্যাংকের পাশে থাকবে: ফখরুল

Home Page » জাতীয় » বিএনপি গ্রামীন ব্যাংকের পাশে থাকবে: ফখরুল
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৩



fokhrul-islam1-300x188.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ বর্তমান সরকারকে গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ নারী গ্রাহকের পাশে থাকবে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এ প্রতিষ্ঠানটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে।বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, বর্তমান সরকার শুরু থেকেই ড. মো. ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রতি খড়গহস্ত হয়েছে। সরকার ড. ইউনূসকে বিভিন্ন সময়ে হেয় প্রতিপন্ন করেছে, তার সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং নানাভাবে হয়রানি করেছে।

তিনি বলেন, ড. ইউনূসের মতো একজন দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান মানুষকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অনেক উপকারে আসবে।

পদ্মা সেতুর টেন্ডার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর টেন্ডার ‘পাগলের প্রলাপ’ ছাড়া আর কিছুই না। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া এ সেতু করা সম্ভব না।

এ সময় সরকারের একগুয়েমির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেসনাল গ্লোড মেডেল’ পাওয়ায় তাকে অভিনন্দন জানানোর জন্য গিয়েছিলাম।

বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল বলেন, আমরা তার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা সমুচিত মনে করি না। কারণ তিনি রাজনীতি করেন না। তবে বৈঠকে গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

গ্রামীণ ব্যাংক তদন্ত কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এ কমিশন বলছে গ্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করবে। এটা আসলে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের ষড়যন্ত্র।

তত্ত্বাবধায়ক সরকার ও পদ্মা সেতু নিয়ে সরকার একগুয়েমি করছে এমন মন্তব্য করে চার সিটি নির্বাচনের ফলাফলের পর সরকারকে বাস্তবতার দিকে ফিরে আসার আহবান জানান মির্জা ফখরুল।

এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৫০:২৩   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ