সৌম্য সরকারের ব্যাটে লড়াইয়ের স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের

Home Page » আজকের সকল পত্রিকা » সৌম্য সরকারের ব্যাটে লড়াইয়ের স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের
রবিবার, ৩ মার্চ ২০১৯



শতকের পর সৌম্য সরকারের উদ্‌যাপন। ছবি: এএফপি

বঙ্গ-নিউজঃ প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রানের পাহাড়ের নিচে চাপা পড়া বাংলাদেশি ব্যাটসম্যানেরা ঘুরে দাঁড়াচ্ছেন একটু একটু করে। ১২৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ এখন ৩০০ রান টপকেছে সৌম্য-মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে। সৌম্য পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে সৌম্য-মাহমুদউল্লাহ জুটির সংগ্রহ ১৮৪ রান। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩১০। নিউজিল্যান্ড টেস্টে তামিম ছাড়া বাংলাদেশের অন্য ব্যাটসম্যানেরা যেখানে থরথর করে কাঁপছেন, সেখানে ক্যারিয়ারের প্রথম শতকটি সেখানেই করলেন সৌম্য সরকার। ক্রিজে সৌম্য অপরাজিত আছেন ১২৩ রান নিয়ে। সৌম্য সরকারকে সঙ্গ দেওয়া অধিনায়ক মাহমুদউল্লাহর সংগ্রহ ৬৫ রান।

চতুর্থ দিনে কিউইদের বাউন্সারের ভালোই জবাব দিয়েছেন সৌম্য। প্রায় ৯০ স্ট্রাইক রেটে ১২৩ রান তোলা সাতক্ষীরার এই তরুণ এখন পর্যন্ত ৫টি ছক্কা আর ১৬টি চার মেরেছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটি লম্বা করতে পারলেই বাংলাদেশের জন্য মঙ্গল।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ এখনো ১৭১ রান পিছিয়ে। অনেক দূরের পথ এটা নিশ্চিত। তবু আশায় বুক বাঁধতে তো ক্ষতি নেই! সৌম্য সরকারের লম্বা ইনিংসের সঙ্গে মাহমুদউল্লাহও যদি শতক করেন; এরপর লিটন ভালো কিছু করলে বাংলাদেশের জবাবটাও মোক্ষম।

এসবই আসলে স্বপ্ন, তবে দিবা স্বপ্ন মোটেও নয়। সৌম্য-মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করছেন তাতে এর কিছুই অসম্ভব নয় সত্যিকারার্থে। শুধু নতুন বল নেওয়ার পর একটু দেখেশুনে খেলতে হবে। এই সহজ কাজটা কী পারবেন না সৌম্য-মাহমুদউল্লাহরা? সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে খেলা শেষেই।
আপাতত ৭১৫ রানের পাহাড় টপকানো মানে অক্সিজেন ছাড়া হিমালয়ের চূড়ায় ওঠা বলে যারা মন্তব্য করেছেন তারা খানিকটা নড়েচড়ে বসতে পারেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা।

বাংলাদেশ সময়: ৭:৪৪:৫৩   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ