‘পাকিস্তানে অভিনন্দনকে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে’

Home Page » প্রথমপাতা » ‘পাকিস্তানে অভিনন্দনকে মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে’
শনিবার, ২ মার্চ ২০১৯



ফাইল ছবিবঙ্গ-নিউজঃ হাসপাতালে শনিবার অভিনন্দনকে দেখতে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন— টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি থাকা অবস্থায় ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান ‘মানসিক নির্যাতনে’র শিকার হয়েছিলেন।

ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে শনিবার অভিনন্দন নিজেই একথা জানান বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নির্মলা সীতারমন শনিবার ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে দেখতে যান। এসময় অভিনন্দনের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলেন তিনি।

সূত্র জানায়, অভিনন্দনের সাহস ও দৃঢ়প্রতিজ্ঞার জন্য পুরো দেশ তাকে নিয়ে গর্বিত বলে প্রতিরক্ষামন্ত্রী তাকে জানান। পাকিস্তানে ৬০ প্রায় ৬০ ঘণ্টা আটক থাকা অভিনন্দন এ সময় তার আটককালীন অবস্থা প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করেন।

ওই সূত্র আরও জানায়, পাকিস্তানে আটক থাকা অবস্থায় অভিনন্দন মানসিক নির্যাতনের শিকার হলেও তিনি এখনও মানসিকভাবে খুবই শক্ত এবং তার মনোবলও বেশ ভালো অবস্থায় রয়েছে।
শুক্রবার রাতে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিজের যুদ্ধবিমান ভূপাতিত হয়ে ধরা পড়ার আগে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা পাইলট অভিনন্দনকে দেখতে শনিবার ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা হাসপাতালে গিয়েছিলেন। তাদের কাছেও অভিনন্দন পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথা জানান বলে ওই সূত্র উল্লেখ করে।

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হয়ে আটক হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর সদস্য উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ‘শান্তির নিদর্শন’ হিসেবে শুক্রবার রাতে ফিরিয়ে দেয় পাকিস্তান। পাঞ্জাবের ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পাকিস্তানি কর্তৃপক্ষ। এরপর রুটিন মেডিক্যাল চেক-আপের জন্য সেখান থেকে অভিনন্দনকে হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালেই শনিবার তাকে দেখতে যান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

বাংলাদেশ সময়: ২৩:১৭:২৪   ৫১৮ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ