জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার -ড. শিরীন শারমিন চৌধুরী

Home Page » জাতীয় » জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার -ড. শিরীন শারমিন চৌধুরী
শনিবার, ২ মার্চ ২০১৯



জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার -ড. শিরীন শারমিন চৌধুরী

সৈয়দ রায়হান বিপ্লব পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা ঃ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনকল্যাণ নিশ্চিত করতে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের শান্তি। তিনি আজ সরকারী শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গনে টানা তৃতীয়বার স্পীকার নির্বাচিত হওয়ায় পীরগঞ্জবাসীর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অঙ্গুলির হেলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার আপামর জনতা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙ্গালী জাতী ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল-সবুজের পতাকা। স্পীকার আরও বলেন, বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠার জন্য শৈশব থেকেই টুঙ্গিপাড়ার খোকা ছিলেন অকুতোভয় ও মানবপ্রেমী। সংগ্রামী জীবনে জেল-জুলুম এবং অত্যাচার সহ্য করে তিনি বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। তাঁর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভাগ্যন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের জন্য রাজনীতি করেন, জনগণের উন্নয়নের জন্যই তাঁর রাজনীতি। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জের জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো মহান সংসদে স্পীকার পদে আসীন হতে পেরেছি। পীরগঞ্জবাসী আমাকে ঋণী করেছেন। এটা আমি চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখব। এসময় তিনি সুখে-দুঃখে পীরগঞ্জবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন উল্লেখ করে স্পীকার বলেন, প্রধানমন্ত্রীর রাজনীতি থেকে শিক্ষা নিতে চাই, জনগনের ভাগ্যন্নয়নে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। উন্নয়নের অগ্রযাত্রায় পীরগঞ্জ পিছিয়ে থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারী শাহ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রাশেদুন্নবী চৌধুরী লাবু, জেলা আওয়ামী লীগের সদস্য নূরুল আমীন রাজা, পৌর মেয়র আবু ছালেহ তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। সংবর্ধনা অনুষ্ঠানে পীরগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ক্রেস্ট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৩৫   ৫৫৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ