২০১২ সালে তরুণী অপহরণ ও ৮লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছিল পলাশ

Home Page » এক্সক্লুসিভ » ২০১২ সালে তরুণী অপহরণ ও ৮লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার হয়েছিল পলাশ
সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত   বঙ্গ-নিউজ: চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টায় অভিযুক্ত পলাশ আহমেদকে ২০১২ সালে তরুণী অপহরণ ও ৮লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার করেছিল র‍্যাব।

এর আগে, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ছিনতাইকারী কথিত মাহাদীর পরিচয় পাওয়া যায়। তার নাম মাহমুদ পলাশ (২৪)। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের পি আর জাহানের ছেলে পলাশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বিডি২৪লাইভকে বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি তথ্য আসে যে মেহেদী বা মাহাদী হাসান নামের বা এ ধরনের কেউ দুবাই যাবে এমন কেউ সোনারগাঁওয়ে আছে কিনা। পাশাপাশি মৃতদেহের একটি ছবি পাঠানো হয়েছিল। ওই ছবি নিয়ে তিনি রাতে পলাশদের বাড়িতে গেলে তার পরিবার পরিচয় নিশ্চিত করে।

এ বিষয়ে পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম বিডি২৪লাইভকে বলেন, আমি শুনেছি ঘটনা সত্য। সে এই ইউনিয়নের ছেলে।

এদিকে, প্লেন ছিনতাইয়ের চেষ্টাকারীর সঙ্গে ক্রিমিনাল ডাটাবেইজের একজন অপরাধীর তথ্যের সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদরদফতরের মেজর রইসুল ইসলাম মনি।

র‍্যাব সদরদফতর সুত্রে জানা যায়, গতকাল কমান্ডো অভিযানে নিহত বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারীর ফিংগার প্রিন্ট অনুসন্ধানে, র‍্যাব ক্রিমিনাল ডাটাবেইজের একজন অপরাধীর তথ্যের সঙ্গে মিলে যায়।

র‍্যাব জানায়, ডাটাবেইজে রক্ষিত তথ্য অনুযায়ী তার নাম মো: পলাশ আহমেদ, পিতা পিয়ার জাহান সরদার। সে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রামে বসবাস করে। বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী সে আভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। তার সিট নং ছিল- ১৭ এ।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৮   ৫৪২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ