সফলভাবে ছিনতাই চেষ্টার অভিযান শেষ করার জন্য সেনাবাহিনীর প্রশংসা বিশ্ব গণমাধ্যম

Home Page » এক্সক্লুসিভ » সফলভাবে ছিনতাই চেষ্টার অভিযান শেষ করার জন্য সেনাবাহিনীর প্রশংসা বিশ্ব গণমাধ্যম
সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত    বঙ্গ-নিউজ:

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশে বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খি’ ছিনতাইচেষ্টার সময় যাত্রীদের নিরাপদে বের করে আনা এবং ছিনতাইকারীকে হত্যা করে সফলভাবে অভিযান শেষ করার জন্য সেনাবাহিনীর প্রশংসা করে খবর গতকাল ফলাও করে প্রকাশ করেছে।

বিবিসি তাদের খবরে বলেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি বিমানের একজন যাত্রী ছিনতাই চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী সেটি ব্যর্থ করে দিয়েছে। রাত সোয়া ৭টার দিকে সেনা কমান্ডোদের অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়। পরে সে মারা যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দুবাইগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার পর চট্টগ্রামে সেটি জরুরি অবতরণ করে। পরে সেনা কমান্ডোদের অভিযানে ছিনতাইকারী নিহত হন।

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা লিখেছে, বাংলাদেশের বিজি-১৪৭ বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় আচমকা এক যুবক পাইলটের কেবিনে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পাইলটের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায়। বিমানে তখন ১৪২ যাত্রী ছিলেন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, বাংলাদেশে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দেন কেবিন ক্রুরা। ভারতের টাইমস অব ইন্ডিয়া বলেছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এ সময় এক বন্দুকধারী ককপিটে ঢোকার চেষ্টা করেছে। ।

এ ছাড়া ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, কাতারভিত্তিক আলজাজিরা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, যুক্তরাজ্যের ডেইলি মেইল গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৫০   ৫৩২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ