একুশ ২০১৯ -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » একুশ ২০১৯ -গুলশান আরা রুবী
শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯



---একুশের এই দিনে ঝরে গেল আরো অনেক গুলো তাজা প্রাণ
ভাই ভাইকে জড়িয়ে বাঁচতে চেয়েছিল বাঁচতে পারেনি ফাল্গুনের আগুনে ।
গর্ভবতী বউ আর স্বামী এক সঙ্গে জীবন দিতে বাধ্য হল নিজের সন্তানের জন্য ,
বাচঁতে পারেনি ফাল্গুনের আগুনে ।
ওরা চার বন্ধু প্রতিদিনের মত আড্ডা দিচ্ছিল
বাঁচতে পারেনি ফাল্গুনের আগুনে ,
দুই ভাইয়ের লাশ জড়িয়ে ধরে প্রাণ দিল
একটি শিশুর জন্য বাচাঁতে পারেনি
তাদের প্রাণের বিনিময়ে ফাল্গুনের আগুন।
বাবার কাছে সন্তান খাবার চেয়েছিলো
বাবা খাবার নিয়ে এসে ফিরে পাননি নিজ সন্তানকে
কেড়ে নিয়েছে প্রাণ ফাল্গুনের আগুন।
পাগলিনী মায়ের চোখে জল ঝরছে অনবরত
আসবে  তার সন্তানকে খুঁজে দিতে ,
আমার বাবা আমাকে ছেড়ে কখনো যেতে পারে না?
আমার খোকা আমাকে ডাকছে
আমার খোকা ভয় পায়,
তাকে সাহস দিতে হবে আমার সন্তানকে খুঁজে দাও না তার শরীরের এক টুকরো মাংস এনে দাও !
আমার আঁচলে তুলে নেব শিশুর মত কোথায় সে মায়ের খোকা কেড়ে নিয়েছে  ফাল্গুনের আগুন।
আরো অনেক লাশের খবর মিলেনি চকবাজার ফায়ার ট্রাজেডি শোকের শোকাহত ,
জীবনের নাই কোন ভরসা
জীবনটা অনেক তুচ্ছ ।
কত যত্ম করে পোষিতেছি পাখিরে
যাবার  সময় একবারও সুধায় না মোরে ,
এই বুঝি নিয়তির খেলা
দুনিয়ার জীবনে এক অদ্ভুত মেলা ।গুলশান আরা রুবী

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫০   ৮১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ