টিভি নাটক দুই সংগঠনের জমজমাট নির্বাচন

Home Page » অর্থ ও বানিজ্য » টিভি নাটক দুই সংগঠনের জমজমাট নির্বাচন
সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ দুই বছর আগে এভাবেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে অভিনয় শিল্পী সংঘের। ছবি: সংগৃহীতদুই বছর আগে এভাবেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে অভিনয় শিল্পী সংঘের। ছবি: সংগৃহীতটেলিভিশনের নাটক নির্মাণের সঙ্গে জড়িত দুটি গুরুত্বপূর্ণ সংগঠনে এখন আছে নির্বাচনী আমেজ। সংগঠনটি দুটি হলো অভিনয় শিল্পী সংঘ এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুটি সংগঠনেরই এ মাসে বার্ষিক সাধারণ সভা। তারপরই হবে নির্বাচন। খোঁজ নিয়ে জানা গেছে, দুটি নির্বাচনই হবে আগামী মাসে, অর্থাৎ মার্চে।

জানা গেছে, টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি। শিল্পকলা একাডেমিতে এই সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিটি। অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বললেন, ‘বার্ষিক সাধারণ সভার দিনই নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আগামী মার্চেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বার্ষিক সাধারণ সভায় সব শিল্পীর উপস্থিতি আশা করে বলেন, ‘সাধারণ সভার জন্য শুটিং বন্ধ রাখার অনুরোধ করছি।’

শহিদুল আলম সাচ্চু জানালেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন তিনি। বললেন, ‘বর্তমান কমিটি বেশ কিছু কাজের উদ্যোগ নিয়েছে। সেগুলো এগিয়ে নেওয়ার জন্য আমি আবারও নির্বাচনে অংশ নেব।’ সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বললেন, ‘দুই বছরের এই কমিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে এ মাসেই। তাই সবার মধ্যে এজিএম ও নির্বাচনী একটা আমেজ আছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে
নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গতকাল রোববার তিনি সাংবাদিক দের জানান, ‘প্রস্তুতি নিয়েছি। এখন দেখা যাক।’ বর্তমান কমিটির মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সংগঠনের সবাই তো আর কাজ করবেন না। এই কমিটিতে কিছু মানুষ আছেন, যাঁরা ভালো কাজ করছেন। তবে আমার মনে হয়, অভিনয়শিল্পীদের স্বার্থরক্ষা, স্বীকৃতি এবং কাজের নিশ্চয়তার দিকে নজর দেওয়া হয়নি দুই বছর।’

একই মতামত জানালেন সাধারণ সম্পাদক পদে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকা অভিনেতা মীর সাব্বির। বললেন, ‘নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আগামী বার্ষিক সভার পর। যদি দেখি গত দুই বছরে আমাদের অভিনয়শিল্পীদের স্বার্থরক্ষা হয়নি, তাহলে নির্বাচনের মাঠে নামব।’ জানা গেছে, আসছে নির্বাচনে বেশ কিছু নতুন প্রার্থী আসছেন ভোটের মাঠে।

পিছিয়ে নেই প্রযোজকেরা
এ মাসের ২৬ তারিখে গুলশানে আয়োজন করা হয়েছে টেলিভিশন নাটকের প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ সভা। ওই দিনই এই সংগঠনেরও নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানালেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা।

রেজাউল হক বলেন, ‘আমাদের সংগঠন সম্প্রতি এফবিসিসিআইয়ের সদস্য হওয়ার আবেদন করেছে। এ কারণে এবারের নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপেশাদার প্রযোজক এবং যাঁদের প্রতিষ্ঠানের কাগজপত্র হালনাগাদ করা নেই, তাঁরা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ইরেশ যাকের বললেন, ‘বার্ষিক সাধারণ সভার জন্য অপেক্ষা করছি। সেটা ঠিকঠাক করতে চাই আগে। তারপর নির্বাচন নিয়ে ভাবব।’

তবে নির্বাচনের এই মৌসুমে দুটি সংগঠনের ভোটাররা প্রস্তুতি নিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থী বাছাইয়ের। কিছুদিন আগে হয়ে যাওয়া ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের কথা উল্লেখ করে অনেকেই জানান, আগামী নির্বাচনগুলো নিশ্চয়ই এমন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩৬   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ