বাউল সম্রাট শাহ আব্দুর করিমের জন্মদিন

Home Page » জাতীয় » বাউল সম্রাট শাহ আব্দুর করিমের জন্মদিন
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯



শাহ্ আব্দুল করিম

আল-আমিন আহমেদ ,স্টাফ রিপোর্টার বঙ্গ-নিউজঃবাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪তম জন্মদিন আজ শুক্রবার। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘গাড়ি চলে না চলে না’, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘বসন্ত বাতাসে’সহ অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। ভাটির জল-হাওয়া-মাটির গন্ধ, কালনী-তীরবর্তী জনজীবন, মানুষের চিরায়ত সুখ-দুঃখ, দারিদ্র্য-বঞ্চনা, লোকাচার প্রভৃতি তার গানে উঠে এসেছে। দীর্ঘ সঙ্গীত জীবনে বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও দখল ছিল তার। তিনি ১৬০০-এর বেশি গান লিখেছেন ও সুর করেছেন। শাহ আবদুল করিমের লেখা ৬টি গানের বই রয়েছে। এগুলো হলো_ ‘আফতাব সঙ্গীত’, ‘গণসঙ্গীত’,
‘ধলমেলা’, ‘কালনীর ঢেউ’, ‘ভাটির চিঠি’ ও ‘কালনীর কূলে’।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি এই লোকশিল্পীর জন্মদিন এলেই ভাটি অঞ্চলের গ্রামীণ বাউলসহ দেশের বিভিন্ন জেলার সংস্কৃতিকর্মীরা ভিড় জমান উজানধল গ্রামে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে শাহ আবদুল করিমের ভক্তরা দলে দলে পেঁৗছে গেছেন সেখানে। তারা বলছেন, পৃথিবীব্যাপী যে বর্ণবিদ্বেষ, সন্ত্রাস, হিংসা, জঙ্গিবাদী তৎপরতা চলছে, এর বিরুদ্ধে প্রধান হাতিয়ার হতে পারে এ ধরনের মরমি বাউলদের গানের কথা। এ জন্য সরকারি উদ্যোগেই শাহ আবদুল করিমের গানের কথা প্রচার করতে হবে।
বিষয়টি নিয়ে শাহ আবদুল করিমের ছেলে বাউল শাহ নুর জালাল বলেন, ‘বাঙালির মূল চেতনাকে বাঁচাতে হলে শাহ আবদুল করিমের চেতনাকে হৃদয়ে লালন ও সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। পৃষ্ঠপোষকতাও দিতে হবে তার সৃষ্টিকর্মে।’
সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বাউল শাহ আবদুল করিমকে কেবল একজন শিল্পী ভাবলেই হবে না। তিনি একটি আদর্শ, এক সংগ্রামী নাম। তার আদর্শেই অনুপ্রাণিত হতে হবে আমাদের সবাইকে।’
প্রসঙ্গত, বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, দূরবীন শাহর দর্শনে অনুপ্রাণিত ছিলেন এই বাউল সম্রাট। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক ছাড়াও তিনি পেয়েছেন সিটিসেল-চ্যানেল আই সম্মাননা, সিলেট সিটি করপোরেশন নাগরিক সংবর্ধনা, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, অভিমত, শিল্পকলা একাডেমি, খান বাহাদুর এহিয়া সম্মাননাসহ বহু পদক ও সম্মাননা। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটে ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৫১   ৫৫৩ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ