মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯



ফাইল ফটো

বঙ্গ-নিউজ: দেশে মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আনসার এবং ভিডিপিসহ সংশ্লিষ্ট সকল সদস্যকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

৩০ ডিসেম্বর নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা উল্লেখ করে শেখ হাসিনা যথাযথভাবে ভোটের সময় তাদের দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার ও ভিডিপি সদস্য ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভোটারদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর দেশের বিভিন্ন জাতীয়, সামাজিক ও ধর্মীয় উৎসবে আনসার ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকতার সাথে কাজ করছেন।

পাঁচ আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালনকালে তাদের জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে পাঁচ আনসার সদস্যকে ‘মরণোত্তর সাহসীকতা পদক’ দেয়া হয়।

পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৪   ৪৪৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ