টেকনাফে ‘মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে’ নিহত ২

Home Page » প্রথমপাতা » টেকনাফে ‘মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে’ নিহত ২
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ভোরে মিনাবাজার এলাকা থেকে পুলিশ গুলিবিদ্ধ মৃতদেহ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলেন— মোহাম্মদ দেলোয়ার হোসেন ওরফে রুবেল (২০) ও মোহাম্মদ রফিক (৫৫)। তারা টেকনাফের হোয়াইক্যংয়ের মিনাবাজার ও ঝিমংখালীর মিনাবাজার এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য, টেকনাফের মিনাবাজার এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি এলজি অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ার ও রফিককে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। দুজনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, গুলিবিদ্ধ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াবার ব্যবসাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দু’টি দলের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতদের বিরুদ্ধে থানায় মাদক আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে চারটি করে মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:২৩   ৫৬৩ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ