আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহন করতে চায় চরমোনাই পীরের ছাত্র সংগঠন

Home Page » প্রথমপাতা » আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহন করতে চায় চরমোনাই পীরের ছাত্র সংগঠন
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ:  চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন আসন্ন ডাকসু নির্বাচনে সুযোগ চেয়ে ধর্মভিত্তিক এ ছাত্র সংগঠনটি বুধবার সকাল ১১টায় এ বিক্ষোভ করেছে। দেশের স্বাধীনতার স্বপক্ষের সব সংগঠনের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টির দাবিতে তারা এ বিক্ষোভ মিছিল করে।

এ উপলক্ষে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষনাপত্রে উল্লেখিত “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার” প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের অপরিহার্যতা অনুধাবন করেই ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করেই ইশা ছাত্র আন্দোলন দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসায় কাজ করে যাচ্ছে। ইশা ছাত্র আন্দোলন ক্যাম্পাসসমূহে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, উদার নীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি করে আসছে।

সমাবেশে সম্ভাব্য ডাকসু ভিপি প্রার্থী ছাত্র নেতা ইলিয়াস হাসান তার বক্তব্যে অন্য সংগঠনগুলোকে বলেন, প্রতিক্রিয়াশীল আচরণ করবেন না। আপনারা আপনাদের কথা বলুন, আমরা আমাদের কথা বলি। শিক্ষার্থীদেরকে তাদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে দিন।

সভাপতির বক্তব্যে ঢাবি সভাপতি সাইফুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কার্ল মার্কস ও মাও সেতুং এর মতবাদ চর্চা হতে পারে তাহলে এখানে মুহাম্মাদুর রাসূল (স.) এর আদর্শও চর্চার সুযোগ দিতে হবে। আসন্ন ডাকসু নির্বাচনে ইশা ছাত্র আন্দোলনকে অংশগ্রহণের সুযোগ দিতেই হবে। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মুক্তচিন্তা চর্চার ঐতিহ্য মাথায় রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবেন।

ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, স্কুল সম্পাদক এম এম শোয়াইব, সদস্য কে এম শরীয়াতুল্লাহ, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, অর্থ সম্পাদক আল-আমিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওহীদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ৯:২০:৪০   ৫১৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ