পাকিস্তানে ৯ বিদেশি পর্যটক হত্যা, দায় স্বীকার করেছে তালেবান

Home Page » বিশ্ব » পাকিস্তানে ৯ বিদেশি পর্যটক হত্যা, দায় স্বীকার করেছে তালেবান
সোমবার, ২৪ জুন ২০১৩



topics-subpakistanmap.gifবঙ্গ- নিউজ ডটকমঃ হিমালয় পর্বতারোহী নয় বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান জঙ্গিরা।সংগঠনটি গতকাল রোববার বলেছে, মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিশোধ হিসেবে তালেবানের নতুন একটি শাখা তৈরি করা হয়েছে। ওই শাখার সদস্যরা তাদের হত্যা করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, উত্তরাঞ্চলীয় দুর্গম পার্বত্য এলাকায় জঙ্গিরা পুলিশের পোশাক পরে গতকাল ভোরে হামলা চালিয়ে নয় বিদেশি ও এক পাকিস্তানি নাগরিককে হত্যা করে। নিহত বিদেশিদের পাঁচজন ইউক্রেনের, তিনজন চীনের ও একজন রাশিয়ার নাগরিক।
পাকিস্তানি তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান টেলিফোনে বলেন, তেহরিক-ই-তালেবানের (টিটিপি) দ্বিতীয় শীর্ষ নেতা মৌলভি ওয়ালি উর-রেহমান গত মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ওই হতাকাণ্ডের প্রতিশোধ নিতেই বিদেশি পর্যটকদের হত্যা করা হয়েছে। তালেবান যোদ্ধা জুনুদ উল-হিফসা এই হামলায় নেতৃত্ব দেন। তিনি বিদেশিদের ওপর হামলার জন্য গঠিত তালেবানের একটি নতুন শাখার নেতৃত্ব দিচ্ছেন। প্রতিশোধ গ্রহণের মাধ্যমে বিশ্বের কাছে ড্রোন হামলার বিরুদ্ধে বার্তা পৌঁছে দিচ্ছে তালেবান।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকাকে তালেবান ও আল-কায়েদার শক্তিশালী ঘাঁটি বলে বিবেচনা করা হয়। উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় গত ২৯ মে এক ড্রোন হামলায় মৌলভি রেহমান নিহত হন। ঘটনার একদিন পরই প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করে টিটিপি। সংগঠনটি ওই হামলার জন্য পাকিস্তানের সরকারকেই দায়ী করে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ