মধ্যনগরে বিজ্ঞান বক্তৃতা ও উদ্দীপনামূলক সেমিনার অনুষ্ঠিত

Home Page » মুক্তমত » মধ্যনগরে বিজ্ঞান বক্তৃতা ও উদ্দীপনামূলক সেমিনার অনুষ্ঠিত
শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯



---আল-আমিন আহমেদ সালমান, স্পেশাল রিপোর্টার বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর থানার মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজে শুক্রবার সকাল ১০টায় বিজ্ঞান বক্তৃতা ও উদ্দীপনা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ক্যান্সার নির্ণায়ক ডিভাইসের আবিষ্কারক, অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার এবং রিসার্চ ফেলো ড.জহিরুল আলম সিদ্দিকী।

এই সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর ছাত্রজীবনের কথা তুলে ধরেন, তিনি বলেন আমি এই হাওর জনপদের সন্তান।আমার জন্ম এই হাওরের জয়শ্রী গ্রামে।আমার বাবা একজন কৃষক ।আমাদের গ্রামে কোনো মাধ্যমিক স্কুল না থাকায় পড়ালেখার জন্য আমাকে ভীষণ কষ্ট করতে হয়েছিল। ষষ্ঠ শ্রেনীতে পড়াকালীন সময়ই আমার পড়ালেখা বন্ধ হওয়ার মতো।অভাবের তাড়নায় ষষ্ঠ শ্রেনীতে থাকাকালীন সময়ে  বাড়িতে বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করি।যখন  কোথাও জায়গির থাকার ব্যবস্থা হতো না তখন আমার পড়াশোনা বন্ধ থাকত। এরপর এইভাবেই ফাঁড়ি জমান সিলেট শহড়ে। সিলেট শহড়ের রেবতিরমণ উচ্চ বিদ্যালয় থেকে কৃত্বিতের সাথে প্রচুর নম্বর নিয়ে   এসএসসি পাস করি। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারি চাঁদ(এমসি)  কলেজ থেকে আইএসসি পাস করার  পর ভর্তি হই শাহজালাল   বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আরোও কঠিন সংগ্রাম করতে হয়, টিউশনি  ও কোচিং সেন্টারে পড়িয়ে পড়াশোনার খরচ চালানো ও পরিবারে মাঝে মধ্যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া। পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন কঠোর অধ্যবসায় এবং একনিষ্ঠ চিন্তা চেতনা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে।তাই তোমরা প্রচুর পড়াশোনা করে যাও।দেখবে তোমরাও একদিন ভাল কিছু করতে পারবে।এবং তিনি তাঁর আবিষ্কার ও রিসার্চের কথাও তুলে ধরেন।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন হাওর গবেষক ও সাহিত্যিক সজল কান্তি সরকার, মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম,কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায়,কবি অজয় রায়,প্রভাষক পূর্ণিমা চৌধুরী,ম্যানেজিং কমিটির সদস্য গোপেশ সরকার,সাংবাদিক এম এ মান্নান,আতিক ফারুকী,অমৃত জ্যোতি রায় সামন্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:১৯:৫৮   ৮৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মুক্তমত’র আরও খবর


পাণ্ডুলিপি প্রকাশনের বাইশটি বছর : সোনালি অভিযাত্রায় স্বর্ণালি পালক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)
দেশ ছাড়ছেন, তবু রাশিয়ানরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে না ?
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: শেষ পর্ব- স্বপন কুমার চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা: পর্ব-২: স্বপন চক্রবর্তী
স্বামীজীর শিকাগো গমন - দুর্গম ও নাটকীয় এক অভিযাত্রা -স্বপন চক্রবর্তী
১৫ হাজার রুশ সেনার মৃত্যু: উইলিয়াম বার্নস
প্রধানমন্ত্রী পুত্র-কন্যা সহ সেতু পারি দিয়ে গোপালগঞ্জ গেলেন
ঐতিহাসিক ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ: প্রধানমন্ত্রী
শনিবার দেশে আনা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লাশ
জাতীয় কবি কাজী নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী

আর্কাইভ