সংসদে ‘অশালীন’ শব্দ ব্যবহারে জরিমানার দাবি

Home Page » জাতীয় » সংসদে ‘অশালীন’ শব্দ ব্যবহারে জরিমানার দাবি
সোমবার, ২৪ জুন ২০১৩



songsod-300x1931.pngবঙ্গ- নিউজ ডটকমঃ জাতীয় সংসদে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ৩০ হাজার টাকা করে জরিমানা করার দাবি জানান ক্ষমতাসীন দলের তরুণ সাংসদ জুনাইদ আহমেদ পলক।সোমবার জাতীয় সংসদে এ দাবি জানান তিনি।

জুনাইদ বলেন, দুই-তিন জন সংসদ সদস্যের অশ্লীল, অশালীন ও অসংসদীয় বক্তব্যের কারণে ৩৫০ জন সংসদ সদস্যের মানহানি হচ্ছে। সংসদের অমর্যাদা হচ্ছে।

বিরোধী দলের উদ্দেশ্যে জুনাইদ বলেন, তাদের অশ্লীল শব্দের উত্তর দিতে গিয়ে বাজেট আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে। তারা অপকৌশল অবলম্বন করছে - যেন আমরা সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে না পারি। আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের মানহানি আর দেখতে চাই না। তাদের কটাক্ষের কারণে রাজনীতি আজ কলুষিত।

তিনি আরও বলেন, সংসদে প্রতি মিনিট বক্তব্য দিতে গিয়ে ‘জনগণের ঘামে ঝরা’ ৩০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

অসংসদীয় বক্তব্য বন্ধে স্পিকারকে কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে জুনাইদ বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তাদের বক্তব্যে আমরা যেন অপমানিত না হই। অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করুন। শুধু এক্সপাঞ্জ করেই শেষ করা যাবে না কারণ এর আগেই সরাসরি সম্প্রচারে তা পৌঁছে যাচ্ছে। প্রতিটি শব্দের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করুন।

এছাড়া, অশালীন বক্তব্য দিলে অন্তত একদিনের জন্য হলেও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অধিবেশন থেকে বহিষ্কারের অনুরোধ জানান জুনাইদ।

এসময় ক্ষমতাসীন দলের সদস্যরা ছাড়াও মওদুদ আহমেদসহ বিরোধী দলের সবাই তার এই বক্তব্যে সমর্থন জানান।

এদিকে ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে বিরোধী দলীয় সাংসদ বিজেপির সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, তার বিরুদ্ধে যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে তাতে তার সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক ঐতিহ্য কোনো কিছুই ‘পারমিট’ করে না।

আমি বস্তুনিষ্ট ও তথ্য দিয়ে কথা বলেছি। এতে কয়েকজন সদস্যের নাম চলে আসতে পারে। আমার জন্মের ওপরে তো আমার হাত নেই। আমার মৃত বাবার সম্পর্কে যা বলা হচ্ছে তাতে মনে হয় তার সন্তান হয়ে আমি অপরাধ করেছি। বাবা-মা- কে কি পড়েছে তা নিয়ে কথা বলা দুঃখজনক।

ক্ষমতাসীন দলের সাংসদ শামসুল হক চৌধুরী গত ১৭ জুন পার্থকে তার বাবার আয়ের উৎস সম্পর্কে জেনে আসতে বলেন। অন্যদিকে পার্থ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরতে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক যোগাযোগমন্ত্রী ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে জড়িয়ে কথা বলেন।

অসংদীয় বক্তব্য রোধে একটি কমিটি গঠনের দাবি জানিয়ে পার্থ বলেন, সংসদে শিশু গ্যালারি রয়েছে। জনগণ দেখছে। অশালীন বক্তব্য শিখছে তারা।
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার পরিবারের প্রতি ‘আক্রমণাত্মত’ বক্তব্য এলে সংসদ সদস্যরা ‘রীতিনীতি’ ভুলে যান বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩২   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ