পলাতক জামায়াতের প্রবাসী দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

Home Page » জাতীয় » পলাতক জামায়াতের প্রবাসী দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন
সোমবার, ২৪ জুন ২০১৩



58-4335-3447-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক জামায়াতের দুই প্রবাসী নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে ১১টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল আগামী ১৫ জুলাই রাষ্ট্রপক্ষের সুচনা বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেন।এছাড়া ওই দিন রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তালিকা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

ট্রাইব্যুনাল গত ১৬ জুন এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য ২৪ জুন দিন ধার্য করেছিলেন। ওই দিন প্রসিকিউটর মো. সাহিদুর রহমান ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে অভিযোগ গঠনের বিরোধিতা করে রাষ্ট্রীয় আইনজীবী আব্দুস শুক্কুর খান ও সালমা হাই টুনি শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ মে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে দুইজন আইনজীবী নিয়োগ দিয়ে তাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া আইনজীবী হচ্ছেন- আব্দুস শুক্কুর খান ও সালমা হাই (টুনী)।

গত ১২ মে পলাতক এই দুই আসামীকে ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে ইংরেজি ও বাংলা দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এরপর গত ১৪ মে দৈনিক জনকণ্ঠ এবং ১৫ মে ডেইলি স্টার পত্রিকায় তাদের হাজিরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে গত ২৫ এপ্রিল পলাতক চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমার চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রসিকিউশনের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার আবেদন করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

প্রসিকিউশনের দেয়া অভিযোগ আমলে নিয়ে গত ২ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে আনা হয়েছে আশরাফুজ্জামান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, বুদ্ধিজীবী হত্যার মূল নায়ক আশরাফুজ্জামান বর্তমানে নিউ ইয়র্কের জ্যামিয়েকা শহরে আছেন আর চৌধুরী মুইনুদ্দীন লন্ডন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৯   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ