‘‘১৮ দলের রোষের শিকার ১০ হাজার গাছ”

Home Page » জাতীয় » ‘‘১৮ দলের রোষের শিকার ১০ হাজার গাছ”
সোমবার, ২৪ জুন ২০১৩



rajshahi-hartal-2.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ সোমবার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সাংসদ নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, বিগত দিনে ১৮ দলীয় জোটের হরতাল এবং জামায়াত-শিবিরের তাণ্ডবের মধ্যে রাস্তার ধারের অসংখ্য গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে।

“বিশেষ করে গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে যুদ্ধাপরাধের বিচারের কয়েকটি রায় প্রকাশিত হওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিনাজপুর, সাতক্ষীরা, বগুড়া, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নীলফামারী, পাবনা ও ঝিনাইদহে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১০ হাজার ৪২টি গাছ কেটে ফেলা হয়েছে।”

এই ক্ষতি স্বল্প সময়ে পুষিয়ে নেয়া সম্ভব না হলেও সরকার ‘তৎপর’ রয়েছে বলে মন্ত্রী জানান।

তিনি সংসদকে জানান, অবৈধভাবে গাছ কাটা ও ক্ষতিগ্রস্ত করার এসব ঘটনায় সারাদেশে ৫৬টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৮৩জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, কিছু কিছু বিজ্ঞানীর মতে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশমিক শূন্য আট থেকে এক দশমিক তিন মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাদের হিসাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৫ শতাংশ ভূমি সাগরে তলিয়ে যাবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২০৫০ সাল নাগাদ ৪৫ সেমি (প্রায় দেড়ফুট) বৃদ্ধি পেতে পারে এবং তাতে বাংলাদেশের ১০ থেকে ১৫ শতাংশ ভূমি প্লাবিত হতে পারে বলে মন্ত্রী জানান।

গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডব প্রসঙ্গে সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “সম্প্রতি আন্দোলনের নামে শাপলা চত্বর ও মতিঝিলে হাজার হাজার গাছ কাটার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। বৃক্ষ নিধনের সঙ্গে জড়িতদরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি।”

মন্ত্রী জানান, এ বিষয়ে গত ২১ মে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভায় অবৈধভাবে বৃক্ষ নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার সিটি করপোরেশনের বলেও পরিবেশ মন্ত্রী জানান।

বাংলাদেশ সময়: ১২:৩১:৩১   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ