বিশেষ ‘দূত’ পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতি

Home Page » জাতীয় » বিশেষ ‘দূত’ পদ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতি
শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯



ফাইল ছবি-হোসেইন মোহাম্মদ এরশাদ

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ‘দূত’ পদ থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৭ জানুয়ারি থেকে তার নিয়োগ অবসান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদের নিয়োগের অবসান করেছেন।’

একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতার স্বীকৃতি পাওয়ার কারণে এইচ এম এরশাদ আর প্রধানমন্ত্রীর বিশেষ দূত থাকছেন না।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি এইচ এম এরশাদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই নিয়োগ দেয়। তিনি মন্ত্রীর সমমর্যাদায় ছিলেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসন পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, ওয়ার্কাস পার্টি ২টি, জাসদ ৩টি, বিকল্পধারা ২টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (মঞ্জু) ১টি আসন পেয়েছে। সখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করেছে। ৩০০ আসনে এককভাবে নির্বাচন করতে চাইলেও মহাজোটের সঙ্গেই ভোটে যায় জাতীয় পার্টি। অনেক জায়গায়ই ‘নৌকা’ প্রতীকে লড়েছেন দলটির প্রার্থীরা। নির্বাচনের পর দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা দেন, তারা মন্ত্রিসভায় যাবেন না, বিরোধী দলের ভূমিকায় থাকবেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৮   ৩৬৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ