স্বার্থের পৃথিবী -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » স্বার্থের পৃথিবী -গুলশান আরা রুবী
বুধবার, ৯ জানুয়ারী ২০১৯



-কবি গুলশান আরা রুবীনদীর স্রোতে ভেসে এলাম
আপন মনে হাত বাড়ালাম।
জগৎ জুড়ে সবাই করলো আমায় পর
মিছে হল এ ভুবনের সব আপন জন ।
এই ভবের আসা যাওয়া শেষ হবে ক্ষণিকের যে,
সবাই যেনো কিছুদিনের করছে মিথ্যা ভালোবাসা।
হাসি কাঁন্না দেখে করছে অগাধ লোকে
কেউ-তো নয় শুনার মতো তোমার মনের কথা।
ব্যস্ত সবাই নিজেকে নিয়ে,আমি-তো আছি বেদনার নীল জলে ভেসে চলা এক কষ্টের প্রতিমা রূপে দাবানলে পুরে দিনরাত মরা ।
স্বার্থের কারণে আপনজন হয়ে যায় পর, আবার সুললিত মিষ্টি কন্ঠে দিয়ে অল্পতে আপন করে নেয়।
মধুর বুলিতে তুষ্টি করে নেয় আবার মোরে আপন করে।
এ ধরিত্রীতে বহুরুপী মানুষের নেই-তো অভাব ।
নিজের স্বার্থের জন্য এমনকি সুযোগ পেলে অন্য জনের পিট গেঁথে দেয়ালের সাথে নিক্ষিপ্ত তীর ছুঁরে মারে।
আজ ক্লান্ত হয়ে গেলাম শুধু মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে কিন্তু নিজের কথা মনে রাখিনি আজও।
পরিশেষ পেলাম যতো দুঃখ ব্যথা পাইনি-তো নিঃস্বার্থ পৃথিবীর মানুষের ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:১৩   ৬২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ