মস্কোর পথে স্নোডেন

Home Page » বিশ্ব » মস্কোর পথে স্নোডেন
রবিবার, ২৩ জুন ২০১৩



458-4583-45723-300x2001.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  যুক্তরাষ্ট্রের বিদ্রোহী গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন একটি বিমানে করে হংকং থেকে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন ।দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার কোনো এক সময় স্নোডেন মস্কো পৌঁছাতে পারেন । যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়া এড়াতে সেখান থেকে ইকুয়েডর বা আইসল্যান্ডে রওনা হতে পারেন তিনি।

রাশিয়ার রাজধানী মস্কোতে রোববার সন্ধ্যা নাগাদ তার পৌঁছানোর কথা রয়েছে। তবে মস্কো তার শেষ গন্তব্য নয় বলে পত্রিকাটি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের গোপন তথ্য ফাঁস করার পর মে মাসে হংকং পালিয়ে আসেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষক স্নোডেন।

এ ঘটনায় মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে।

তার প্রত্যর্পণের জন্য হংকংয়ের ওপর গত কয়েক দিন ধরে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

এপর হংকং কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, স্নোডেনকে গ্রেপ্তার করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা যেসব নথি সরবরাহ করেছিল তা সেই অনুরোধ রক্ষার জন্য যথেষ্ট নয়।

আর হংকংয়ের আইন অনুযায়ী স্নোডেনের বিরুদ্ধে পরোয়ানা জারির কোনো কারণ ঘটেনি, সেহেতু তাকে হংকং ত্যাগে বাধা দেয়ারও কোনো যৌক্তিকতা নেই।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৪   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ