মধ্যনগরে শিক্ষকের ওপর অর্তকিত হামলা!

Home Page » বিবিধ » মধ্যনগরে শিক্ষকের ওপর অর্তকিত হামলা!
শনিবার, ৫ জানুয়ারী ২০১৯



শিক্ষক আমিনুল ইসলাম লালন

স্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক আমিনুল ইসলাম লালন আজ সকালে স্কুলে আসার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক আমিনুল ইসলাম লালন স্কুলে যাচ্ছিল হঠাৎ করে মোহনপুর মালীবাড়ি  দোকানের সামনে কথার কাটাকাটি শুরু হয়।তখন ক্ষিপ্ত হয়ে চারজন ঐ শিক্ষকের ওপর হামলা চালায়।

আহত শিক্ষক আমিনুল ইসলাম লালন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি পোলিং অফিসার হিসাবে সাউদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন সময়ে আমি তাদের অবৈধভাবে ভোট প্রদানে বাঁধা প্রদান করাতে তখন তারা আমার ওপর ক্ষিপ্ত মেজাজে হুমকি প্রদর্শন করে।এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে স্কুলে আসার পথে আমার মোহনপুর গ্রামে মালীবাড়ি দোকানের সামনে আমাকে আটকিয়ে গালিগালাজ শুরু করে এবং আমার ওপর চারজন মিলে হামলা চালায়।হামলাকারীরা হলো ঐ এলাকার মোহনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোফাজ্জল হোসেন(৪৫), জালাল উদ্দিন(৪০) ও মোফাজ্জল হোসেনের ছেলে শিমুল(২৮) এবং কামরুল(২৫)।
এবং আহত শিক্ষক আমিনুল ইসলাম লালন পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিচ্ছেন।

এই বিষয়ে মধ্যনগর থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ভূঁইয়া প্রতিবেদকে জানান,আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি। হামলাকারীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহাত আছে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:২৭   ১৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ